শনিবার, ২১ মে, ২০১৬, ০২:৫৮:৩৮

‘সুলতান’ ছবিটি করতে যে কারণে রাজি হয়েছিলেন সালমান

‘সুলতান’ ছবিটি করতে যে কারণে রাজি হয়েছিলেন সালমান

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান অভিনীত আলোচিত ছবি ‘সুলতান’। আগামী ঈদে মুক্তি পাবে এ ছবিটি। বর্তমানে শেষভাগের কাজ চলছে ‘সুলতান’র। এরমধ্যে ছবিটির টিজার ও পোষ্টার প্রকাশ পেয়েছে। আর এতেই হুমড়ি খেয়ে পড়েছেন সালমান ভক্তরা।

সালমান খান আনুশকা শর্মা অভিনীত সুলতান ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকদের কাছে হিট হয়ে গিয়েছে। ছবিটিকে ঘিরে আলোচনা এখন মুখে মুখে। কিন্তু এত বয়সে সুলতানের ওরকম একটা কুস্তিগীরের চরিত্রে অভিনয় করার জন্য সালমান খান কেন রাজি হয়েছিলেন এটা কি জানেন?

সালমান খান সবসময় শিখতে পছন্দ করেন। তার কাছে অভিনয় করার সময় ছোট বড় সকলের কাছ থেকেই কিছু না কিছু তিনি শেখেন। এই ছবিতে অভিনয় করার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। কুস্তিগীরের চরিত্রে অভিনয় করা খুব কঠিন। কিন্তু শিখতে গিয়ে কষ্ট করাটাকেই তিনি এনজয় করছেন বলে জানিয়েছেন।

তার মতে, শেখার সময় যদি কষ্ট না পাওয়া যায়, তাহলে শীর্ষে পৌঁছনো যায় না। সুলতান ছবিতে তার চরিত্রটাও খুব কঠিন। পর্দায় সেটা ফুটিয়ে তোলার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে। আর এই সব করার জন্যই তিনি এই ছবিটি করতে রাজি হয়েছিলেন।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে