শনিবার, ২১ মে, ২০১৬, ০৫:২৫:৩২

কে এই মেয়েটি? জানলে অমিতাভ বচ্চনের প্রতি শ্রদ্ধা বাড়বে আপনারও

কে এই মেয়েটি? জানলে অমিতাভ বচ্চনের প্রতি শ্রদ্ধা বাড়বে আপনারও

বিনোদন ডেস্ক : বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। তিনি আগেও বহুবার প্রমাণ দিয়েছেন, এবার নতুন করে আরও একবার প্রমাণ দিলেন তার মনটা সত্যি অনেক বড়। সেই জন্যই হার্দিকার জীবনের স্বপ্নপূরণ করলেন তিনি। কে এই হার্দিকা?

হার্দিকা আসলে ক্যান্সার আক্রান্ত একটি মেয়ে। তার ইচ্ছে ছিল, জন্মদিনটা অমিতাভ বচ্চনের সঙ্গে কাটাবে সে। কিন্তু এই স্বপ্নকে সত্যি করে শাহেন শাহ তার সঙ্গে বসে তার জন্মদিনে কেক কাটবেন, এটা হার্দিকা ভাবতেও পারেনি। কিন্তু ক্যান্সারে আক্রান্ত মেয়েটির ইচ্ছার কথা জানতে পেরে, না বলতে পারেননি অমিতাভ। হার্দিকাকে ডেকে নিয়েছিলেন নিজের কাছে। হার্দিকার জন্মদিনে তার সঙ্গে কেক কাটেন তিনি।

হার্দিকাকে কেক খাইয়ে দেওয়া ছাড়াও ফুল উপহার দেন অমিতাভ। সবসময়েই অক্সিজেন নিতে হয় হার্দিকাকে। সেই অবস্থাতেই অমিতাভর সঙ্গে বেশ কিছুটা সময় কাটায় সে। স্বপ্নের নায়কের সঙ্গ হাজারো যন্ত্রণার মধ্যেও হার্দিকার মুখে হাসি ফুটিয়েছিল। নিজের ব্লগে সেই ছবিগুলি শেয়ার করেছেন অমিতাভ।

ক্যান্সারে আক্রান্ত হার্দিকার মুখোমুখি হওয়া যে তার পক্ষে যথেষ্ট কঠিন ছিল তাও লিখেছেন অমিতাভ। কিন্তু হার্দিকাকে আনন্দ দিতে পেরেই খুশি অমিতাভ। একই সঙ্গে হার্দিকার দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে