শনিবার, ২১ মে, ২০১৬, ১১:৩৫:৫৩

শুনলে চমকে যাবেন, পৃথিবীর ধনী ১০ অভিনেতার তালিকায় রয়েছেন যারা?

শুনলে চমকে যাবেন, পৃথিবীর ধনী ১০ অভিনেতার তালিকায় রয়েছেন যারা?

বিনোদন ডেস্ক : বিশ্বের ধনী ব্যক্তিরদের কথা আমরা হামেশায় শুনে থাকি। শুনে থাকি আরো অনেক শ্রেণীর ধনীদের কথা। কিন্তু যাদের অভিনয় দেখে আমার হাসি-কাঁন্নায় মেতে থাকি তাদের আর আয় কতই বা হবে এমন একটা ধারণা কম বেশি সবার মাঝেই থাকতে পারে? কিন্তু না, আপনি হয়তো কল্পনাই করতে পারবেন না। আপনার প্রিয় এই অভিনেতার বর্তমান সম্পদের মূল্য মান কত? শুনলে অবাক হবেন। হ্যা, তবে একবার দেখে নেয়া যাক সেই তালিকায় থাকা পৃথিবীর সবচেয়ে ধনী ১০ অভিনেতা কারা?

১. জেরি সেইনফিল্ড : হলিউড অভিনেতা ও কমেডিয়ান। তিনি ৮৩০ মিলিয়ন ডলারের মালিক।

২. শাহরুখ খান : বলিউড কিং শাহরুখ খান। তার ৬০০ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে শাহরুখের।

৩. টম ক্রুজ : হলিউড হার্টথ্রব। তার ৪৮০ মিলিয়ন ডলার নেট ওয়র্থ।

৪. টাইলার পেরি : ইনিও হলিউড অভিনেতা। তার ৪৭৫ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে।

৫. জনি ডেপ : হলিউড ‘পাইরেট’। মোট সম্পত্তি মূল্য ৪৫০ মিলিয়ন ডলার।

৬. জ্যাক নিকলসন : প্রবীণ হলিউড কিংবদন্তি। তিনি ৪০০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক।

৭. টম হ্যাঙ্কস : হলিউড তারকা। ৩৯০ মিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী তিনি।

৮. বিল কসবি : হলিউড অভিনেতা। তার মোট সম্পত্তি-মূল্য ৩৮০ মিলিয়ন ডলার।

৯. ক্লিন্ট ইস্টউড : হলিউড লেজেন্ড। তিনি ৩৭০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক।

১০. অ্যাডাম স্যান্ডলার : জনপ্রিয় হলিউড অভিনেতা। তার মোট সম্পত্তি-মূল্য ৩৫০ মিলিয়ন ডলার।-এবেলা
২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে