রবিবার, ২২ মে, ২০১৬, ০৯:২০:৫২

সালমানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন লুলিয়া

সালমানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন লুলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের একমাত্র ব্যাচেলর অভিনেতা সালমান খান বলে কথা! তার পরে আবার বিয়ের ব্যাপার। এ নিয়ে কি আর কৌতুহলের শেষ থাকে? তাই এখন বলিউডপাড়ায় ঝড় তুলেছে খানের বিয়ে নিয়ে। সম্প্রতি কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাকে। তারপর থেকেই সালমান-লুলিয়ার বিয়ে নিয়ে মেতেছে নানা মহল। প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় সালমান এবং লুলিয়া একসঙ্গে হাজির হলে বিয়ের গুঞ্জনে নতুন করে হাওয়া লাগে। শোনা যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর এ অভিনেতার জন্মদিনে লুলিয়াকে বিয়ের করছেন সালমান খান।

সাংবাদিকদের সাথে সালমানের বাবা সেলিম খান বলেছিলেন, ‘৪০ বছর আগেই সালমানের বিয়ে হয়ে গেছে।’ এরপর বিয়ে এবং তার সম্পর্কে সকল গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন লুলিয়া। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে সবকিছু খোলাসা করেন তিনি।

সেখানে লুলিয়া লেখেন, ‘প্রিয় বন্ধুরা, আমি আমার সম্পর্কে কোনো গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করিনি। কিন্তু এখন মনে করছি। অবশ্যই আমার এ বিষয় নিয়ে সবাইকে পরিস্কার করা উচিৎ। কারণ আমার আগে কখনো বিয়ে হয়নি এবং আমি খুব জলদি বিয়েও করছি না। ঈশ্বর সবার মঙ্গল করুন।’

এর আগে আইফা অ্যাওয়ার্ডের প্রেস কনফারেন্সে হাজির হয়ে বাজরাঙ্গিভাইজান খ্যাত  তারকা সালমান খান তার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের কেন আমার বিয়ের কথা বলব? আমি বিয়ের বিষয় টুইট করে অথবা ফেসবুকে জানাব। এটি আমার এবং আমার ভক্তদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই।’

এ বিষয়ে স্বয়ং সালমান খান বলেন, 'রাত ১২টার সময়ে একজন ৮০ বছরের বৃদ্ধের মুখের উপরে ক্যামেরার আলো ফেলে তার ছেলের বিয়ে সম্পর্কে প্রশ্ন করাটা কি সঙ্গত কাজ? হুড়ুমতাল প্রশ্ন, আলো, মাইক-এ বিভ্রান্ত বোধ করতে থাকেন সেলিম খান। সোহেল বৃদ্ধ পিতার পাশে দাঁড়িয়েছেন মাত্র'।

সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে রোমানিয়ান সংগীত পরিচালক মারিয়াস মোগার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লুলিয়া। দীর্ঘদিন প্রেম করে ২০০৭ সালে বিয়ে করেন লুলিয়া-মারিয়াস। প্রেম করে বিয়ে করলেও তাদের সে বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। চার বছরের মাথায় ২০১১ সালে সংসার জীবনের ইতি টানেন এই জুটি।

এই যখন অবস্থা, তখন আসল বিষয়টা জানতে তো অপেক্ষা করতেই হবে।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে