রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : ইরানী পরিচালক আসগর ফারহাদি 'অ্যা সেপারেশন' (২০১০) সালে অস্কারে বিদেশি ভাষার বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন।
এবার নিজের সপ্তম ছবি 'দ্য সেলসম্যান'-এর মাধ্যমে ইরানে এবং কানের প্রতিযোগিতা বিভাগেও ফেরা হলো তার। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপামের জন্য লড়ছেন তিনি। আগেরটি ছিলো 'দ্য পাস্ট'।
কান উৎসবের ৬৯তম আসরের একাদশ দিনে শনিবার (২১ মে) দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা) সংবাদ সম্মেলনে আসেন আসগর ফারহাদি।
ইরানে ফেরা প্রসঙ্গে আসগর বলেছেন, 'আমি আসলে ইরানেই কাজ করতে চাই। নিজের দেশে আবার কাজ করতে পেরে আমি আনন্দিত। বিদেশে কাজ করলেও আমার মনটা দেশেই পড়ে থাকে।'
'দ্য সেলসম্যান'-এর গল্পে দেখা যায়- প্রতিবেশীর ভবনে বিপজ্জনক কাজের কারণে নিজেদের অ্যাপার্টমেন্ট ছেড়ে তেহরানে নতুন ফ্ল্যাটে উঠতে বাধ্য হয় ইমাদ ও রানা দম্পতি। ফ্ল্যাটটির পুরনো ভাড়াটিয়াদের একটি ঘটনার সঙ্গে নিজেদের যোগসাজশ থাকায় এই দম্পতির জীবন বদলে যায় নাটকীয়ভাবে।
এবারের ছবিতেও নারী ও পুরুষের সম্পর্কের জটিলতা নিয়েই পুনরায় নিরীক্ষা করেছেন আসগর। এটাকে বলা হচ্ছে ফ্যামিলি থ্রিলার। তিনি বলেছেন, 'যখন কোনো গল্প পরিবারের কথা বলবে, সেখানে ঘরটাই থাকে কেন্দ্রে। আমার এ ছবির গল্পও তেমনই।'
২ ঘণ্টা ৫ মিনিট ব্যাপ্তির এ ছবির অভিনয়শিল্পীদের মধ্যে শাহাব হোসেইনি, তারানা আলিদুস্তি, বাবাক করিমি, ফরিদ সাজ্জাদিহোসেইনিও ছিলেন সংবাদ সম্মেলনে।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস