রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : কান চলচ্চিত্র ৬৯তম আসরের সমাপনী উৎসবের মূলকেন্দ্র প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে রোববার (২২ মে) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) শুরু হবে আনুষ্ঠানিকতা। আর মাত্র ৬ ঘন্টা পর জানা যাবে স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম। উদ্বোধনী অনুষ্ঠানের মতো এটিও উপস্থাপনা করবেন ফরাসি অভিনেতা লঁরা লঁফে।
সমাপনী আয়োজনের জন্য রোববার গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে কোনো ছবির প্রদর্শনী রাখা হয়নি। অনুষ্ঠানটির আগে বিকেল থেকে লালগালিচায় পা মাড়াবেন তারকারা।
স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হবে প্রতিযোগিতা বিভাগের ৯ জন বিচারকের উপস্থিতিতে। জর্জ মিলারের নেতৃত্বে গড়া বিচারক দলের অন্যরা হলেন ক্রিস্টেন ডান্সট, ভ্যালেরিয়া গোলিনো, ভ্যানেসা প্যারাডিস, কাতাইয়ু শাহাবি, আনাউ দিপলিশা, ম্যাডস মিকেলসেন, লাসলো নেমেস ও ডোনাল্ড সাদারল্যান্ড। পুরস্কার দেওয়ার পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরেই দেখানো হবে স্বর্ণপাম জয়ী ছবি।
রাত সাড়ে ৮টায় বিচারকরা চলে আসবেন সংবাদ সম্মেলনে। অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার মধ্যেই জানা যাবে চূড়ান্ত বিজয়ী তালিকা। বিচারকদের সংবাদ সম্মেলন শেষে রাত সোয়া ৯টা থেকে একে একে সাংবাদিকদের সামনে হাজির হবেন বিজয়ীরা।
প্রতিযোগিতা বিভাগের ছবিগুলো হচ্ছে: অ্যান্ড্রেয়া আরনল্ডের আমেরিকান হানি ((যুক্তরাজ্য), অলিভিয়ে আসায়াসের পারসোনাল শপার ((ফ্রান্স), জঁ পিয়ের দারদেন ও লুক দারদেনের লা ফিল ইনকনু (বেলজিয়াম) ও জাভিয়ের দোলাঁর ইটস ওনলি দ্য অ্যান্ড অব দ্য ওয়ার্ল্ড (কানাডা)। আছে ফ্রান্সের ব্রুনো দুমোর স্ল্যাক বে, আলাঁ জিরদির স্টেইং ভারটিক্যাল এবং নিকোল গারসিয়ার ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন।
গতকাল প্রদর্শিত ইরানের আসগার ফরহাদির দ্য সেলসম্যান যদি শেষবেলায় চমক দেখায়, সেটাও খুব অপ্রত্যাশিত কিছু হবে না। এ ছাড়া প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে কেন লোচের আই, ড্যানিয়েল ব্ল্যাক ((যুক্তরাজ্য), পল ভারহোভেনের এলি, ফিলিপাইনের ব্রিলান্টে মেনডোজার মা রোসা, দক্ষিণ কোরিয়ার পার্ক চান-উকের দ্য হ্যান্ডমেইডেন ও শন পেনের দ্য লাস্ট ফেস (যুক্তরাষ্ট্র)।
শেষমেশ কার ভাগ্যে যাবে স্বর্ণ পাম? সেটা কানের এখনকার আবহাওয়ার মতোই অনিশ্চিত। বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ার নির্মাতা জর্জ মিলার বা তাঁর সঙ্গীরা কী ভাবছেন?
তার ওপরই আদতে নির্ভর করছে সবকিছু।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস