রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস ফিপরেস্কির দৃষ্টিতে পুরস্কৃত হলো প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত জার্মান নারী নির্মাতা মারেন আদের ‘টনি আর্ডম্যান’। অনুষ্ঠানে ইকুমেনিকাল জুরি পুরস্কার পেয়েছে জাভিয়ে দোলানের ‘ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’।
আনসার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত রোমানিয়ার বোগদান মিরিকার ‘ডগস’ এবং প্যারালাল সেকশন ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে নির্বাচিত ফরাসি নারী নির্মাতা জুলিয়া ডুহকুনো পরিচালিত ‘গ্রেভ’ও ফিপরেস্কি পুরস্কার পেয়েছে।
শনিবার (২১ মে) বিকেল পাঁচটায় প্যালেস ডি ফেস্টিভ্যাল ভবনের সালো দে অ্যাম্বাসাদরে ইন্টারন্যাশনাল ক্রিটিকস তথা ফিপরেস্কি পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ছিলেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।
অনুষ্ঠানে ইকুমেনিকাল জুরি পুরস্কার পেয়েছে জাভিয়ে দোলানের ‘ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’। এ ছাড়া যুক্তরাজ্যের দুই ছবি আন্ড্রিয়া আর্নল্ড পরিচালিত ‘আমেরিকান হানি’ এবং কেন লোচের ‘আই, ড্যানিয়েল ব্লেক’ও পেয়েছে ইকুমেনিকাল জুরি পুরস্কার।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস