রবিবার, ২২ মে, ২০১৬, ০৮:৪৭:৩৪

মাশরাফি ভাইয়ের সঙ্গে কাজটা করে খুব ভালো লেগেছে: শ্রাবণ্য

মাশরাফি ভাইয়ের সঙ্গে কাজটা করে খুব ভালো লেগেছে: শ্রাবণ্য

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডেও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে এবার জুটি বাধছেন উপস্থাপিকা ও মডেল শ্রাবণ্য তৌহিদা।

নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে হাজির হচ্ছেন তারা। স্যামসংয়ের নতুন মডেলের মোবাইলের সঙ্গে নতুন চমক নিয়ে আসছে মোবাইল অপারেটর কোম্পানী রবি। মূলত সেই কনসেপ্ট নিয়েই নির্মাণ করা হয়েছে বিজ্ঞাপনটি। এটি নির্মাণ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।

রোববার রাজধানীর মহাখালির বিজিবি রেস্টুরেন্টে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এ সময় শ্রাবণ্য তৌহিদা জানালেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে কাজটা করে খুব ভালো লেগেছে।’

বিজ্ঞাপনের পাশাপাশি উপস্থাপনায় ব্যস্ত সময় কাটছে তার। মমতাজ মেহেদীর রিয়েলিটি শো ‘রঙে রাঙাতে’র সিজনটি উপস্থাপনা করছেন তিনি।
২২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে