বিনোদন ডেস্ক : ডোয়েন ব্র্যাভোর পর ‘দ্য কপিল শর্মা শো’ (টিকেএসএস) মাতালেন ক্রিস গেইল৷ ক্যারিবিয়ান দৈত্যকেই দেখা যাবে টিকেএসএস-এর পরের এপিসোডে৷
সনি এন্টারটেন্টমেন্ট টেলিভিশন শো’তে আগামী শুক্রবার গেইলের সঙ্গে থাকবেন মিকা সিং ও কনিকা কাপুর৷ জানা যাচ্ছে আইপিএল-এর ফাঁকে গেইল দুর্দান্ত মজা করলেন টিকেএসএস-এর সেটে৷ চেনা ছন্দেই তাকে পাওয়া গেল৷ বলিউডি গানে ভাংরা নাচলেন তিনি৷
কপিল নিজের ফেসবুকে গেইলের সঙ্গে ছবি দিয়ে মজা করে লিখলেন,‘ আমার নতুন পাগল বন্ধু ক্রিস গেইল ‘সিক্স মেশিন’৷ কিন্তু একটাই দুঃখ রয়ে গেল এই শো’তে গেইলকে বল করতে পারলাম না৷’
২২ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই