বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের হিড়িক চলছে বাংলাদেশে। এতে করে দেশীয় সিনেমা ক্ষতি হচ্ছে? নাকি লাভবান হচ্ছে? যৌথ প্রযোজনার ফলে কি দেশীয় অভিনেতা অভিনেত্রীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন না?
এমন প্রশ্ন দীর্ঘদিনের। কারো কাছে যৌথ প্রযোজনার কারণে দেশীয় সিনেমার মান বৃদ্ধি পাচ্ছে। আবার কারো কাছে যৌথ সিনেমার কারণে দেশীয় চলচ্চিত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্ষতির সম্মুখিন হচ্ছে এই দেশীয় অভিনেতা অভিনেত্রীরা।
এদিকে যৌথ প্রযোজনার ছবি দেশীয় চলচ্চিত্রের জন্য ক্ষতিকর বলে মনে করছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি সরাসরিই বলেছেন, তিনি যৌথ প্রযোজনার বিপক্ষে। এ নিয়ে তিনি তার ফেসবুক ওয়ালেও একটি স্ট্যাটাস দিয়েছেন।
তমা মির্জার সেই স্ট্যাটাসটি এমটিনিউজ টুয়েন্টিফোরের পাঠকের জন্য তুলে ধরা হলো।
‘বেশ কয়েকজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে যে, আমি যৌথ প্রযোজনার পক্ষে না বিপক্ষে। উত্তরটা খোলামেলা দিলাম সবার উদ্দেশ্যে। আমি যৌথ প্রযোজনার বিপক্ষে। কারণ এতে আমাদের দেশের চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে। কারণ যৌথ প্রযোজনা মানেই বাহিরের দেশ থেকে অভিনেতা-অভিনেত্রী আনা হয়।
যারা এ প্রযোজনা করে তাদের কাছে আমার প্রশ্ন বিশেষ করে জাজ-এর কাছে। আমাদের দেশে কি অভিনেত্রী-অভিনেতার এতই অভাব যে বাহিরের দেশ থেকে আনতে হবে? এর ফলে এদেশের অনেক নবাগত অভিনেত্রীরা তাদের প্রতিভা প্রকাশ করতে পারছে না। অথচ ভারতে যে সব অভিনেতা চলে না ওরা এখন আমাদের উপর নির্ভর হচ্ছে।
আর জাজে এখন নায়িকা হিসাবে কে কাজ করছে আমি জানিনা। আর জানতেও চাই না। আর বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে হলে, যৌথ প্রযোজনা বন্ধ করতে হবে’।
৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন