সোমবার, ২৩ মে, ২০১৬, ০৮:৪৭:১৭

ইরানিদের পছন্দের শীর্ষে শাহরুখ খান, ভারত-ইরান সম্পর্কের যোগসূত্র কি বলিউড?

ইরানিদের পছন্দের শীর্ষে শাহরুখ খান, ভারত-ইরান সম্পর্কের যোগসূত্র কি বলিউড?

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। দেশটি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফর নিয়ে দিল্লি ও তেহরানে দু’দেশের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কিন্তু ইরানে যে ভারতকে নিয়ে ব্যাপক আলোচনা আছে, এবং সেটা বলিউডের কারণে সফরেই দেখা গেছে।

ইরানের অনেক নাগরিক বলিউড অভিনেতা শাহরুখ খানের ভক্ত এটা সংবাদদাতা বন্দনা বিজয় তেহরানে প্রথম দিনেই টের পাওয়া গেছে। একটি জাদুঘরে বিবিসির সংবাদদাতা যখন যান তখন সেখানকার একজন গার্ড জিজ্ঞেস করেছিল, “আপনি কি ভারতীয়? শাহরুখ খানকে চেনেন?”

শুধু জাদুঘরের গার্ড নয় ইরানের অনেকেই শাহরুখ খানের ভক্ত আর পাশাপাশি বলিউডের ছবির ভক্ত।

আরেকটা বিষয় সংবাদদাতা দেখলেন যে ইরানের নারীদের মধ্যে লিপস্টিকের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে। রাস্তায় ঘুরে বেড়ানোর সময় একটি বৃদ্ধ মহিলা মিস বিজয়ের কাছে এসে লিপস্টিক ও টিপ লাগানো অনুকরণ করে দেখালেন, সংবাদদাতা বুঝলেন যে ওই মহিলা তার লিপস্টিকটি চান।

লিপস্টিক লাগানোর পর ওই মহিলা এত খুশী হলেন ও বন্দনা বিজয়কে জড়িয়ে ধরলেন যে তিনি অভিভূত হয়ে গেলেন!

ভারতের নারীদের মধ্যেতো লিপস্টিকের প্রতি আকর্ষণ আছেই, কিন্তু ইরানি নারীদের মধ্যে যে লিপস্টিকের প্রতি এমন 'গোপন ভালোবাসা' আছে তা ইরান সফরেই বুঝতে পেরেছেন তিনি।

ইরানের অনেক নারী অনেক ফ্যাশনেবল এবং নাকফুলের প্রতি যে আলাদা 'ফ্যাসিনেশন' কাজ করে সেটাও সেই সফরে লক্ষ্য করেছেন সংবাদদাতা। আর পাশাপাশি সবজি ও ডায়মন্ডের প্রতিও যে তাদের বিশেষ আকর্ষণ রয়েছে সেটিও নজর এড়ায়না।

ইরান ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দুই দেশের মানুষের পছন্দ ও জীবনাচরণের মধ্যে যে অনেক মিল রয়েছে তাই খুঁজে পেয়েছেন সংবাদদাতা।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে