সোমবার, ২৩ মে, ২০১৬, ০৯:৩২:২২

একনজরে কান পুরস্কার ২০১৬

একনজরে কান পুরস্কার ২০১৬

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে অনুষ্ঠিত হল কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসর। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হয়ে রাত সাড়ে আটটা অবধি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়েছে। এবারের আসরে স্বর্ণপাম (পাম দ’র) জিতলো বর্ষিয়ান ব্রিটিশ পরিচালক কেন লোচের ‘আই, ড্যানিয়েল ব্লেক’। ব্রিটেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাই এর বিষয়বস্তু। তাহলে দেখা যাক এক নজরে এবারের কান পুরস্কার-

স্বর্ণপাম (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র) : আই, ড্যানিয়েল ব্লেক (কেন লোচ, যুক্তরাজ্য)

গ্র্যাঁ প্রিঁ: ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড (জাভিয়ে দোলান; কানাডা-ফ্রান্স)

প্রাজুরি ইজ: আমেরিকান হানি (আন্ড্রিয়া আর্নল্ড, যুক্তরাষ্ট্র)

সেরা অভিনেতা : শাহাব হোসেইনি (দ্য সেলসম্যান, ইরান)

সেরা অভিনেত্রী : জ্যাকলিন জোস (মা, রোজা, ফিলিপাইন)

সেরা পরিচালক (যৌথভাবে) : ক্রিস্টিয়ান মুনজিউ (গ্রাজুয়েশন, রোমানিয়া), অলিভিয়ে অ্যাসাইয়াস (পার্সোনাল শপার, ফ্রান্স)

সেরা চিত্রনাট্যকার : আসগর ফারহাদি (দ্য সেলসম্যান, ইরান)

ক্যামেরা দ’র : হুদা বেনিয়ামিনা (ডিভাইনস, মরক্কো)

স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : টাইমকোড (হুয়ানজো গিমেনেজ, স্পেন)

স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : দ্য গার্ল হু ড্যান্সড উইথ দ্য ডেভিল (হোয়াও পাউলো মিরান্ডা মারিয়া, ব্রাজিল)

ভালকান অ্যাওয়ার্ড অব দ্য টেকনিক্যাল আর্টিস্ট : সিওঙ-হিয়ে রিউ (দ্য হ্যান্ডমেইডেন)

সম্মানসূচক স্বর্ণপাম : জ্যঁ-পিয়ের লিউ (ফ্রান্স)।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে