বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান আজ বেজায় খুশি। এমন একটি দিনের জন্যই হয় তো তিনি এতদিন অপেক্ষা করছিলেন। অবশেষে সে দিনটি এল। আর তাই তো বাদশা দারুণ খুশি।
আজ বাদশার একমাত্র মেয়ে সুহানা পা ১৬ বছরে পা রেখেছে। আর তার ছেলে আরিয়ান খান সদ্য শেষ করেছেন স্নাতক। লন্ডনের সেভেনকস স্কুল থেকে স্নাতক সম্পন্ন হওয়ার দিনে টুইটারে এক আবেগঘন পোস্ট দিয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান।
গতকাল রাতে টুইটারে আবেগাপ্লুত একটি পোস্টে কিং খান লিখেছেন, ‘আজকের একমাত্র নেতিবাচক ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চারা বড় হয়ে গেল। আবার কবে রূপকথার গল্প বিশ্বাস করবে তারা...।’
শাহরুখপুত্র ১৯ বছরের আরিয়ানকে নিয়ে বলিউডে নানা গুঞ্জন। এরই মধ্যে বলিউডে তার ক্যারিয়ার শুরুর খবরও শোনা গেছে। কিন্তু এ নিয়ে বেশ কয়েকটি মিডিয়াকে শাহরুখ সাফ জানিয়েছেন, আরিয়ান এখনই অভিনয় করছে না। কলেজ শেষ করার আগে শোবিজ বা অন্য কোথাও ক্যারিয়ার শুরু করবে না তার সন্তানেরা। এবার স্নাতক শেষ হলো। তাই প্রশ্ন উঠেছে, তাহলে শিগগিরই কি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাহরুখপুত্র?
আরিয়ানের সঙ্গে লন্ডনের সেভেনকস স্কুলে বলিউডের আরও যেসব সেলিব্রিটির সন্তানেরা পড়ছেন, তারা হলেন স্বেতা নন্দন বচ্চনের মেয়ে নভেয়া নভেলি নন্দা ও সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন