সোমবার, ২৩ মে, ২০১৬, ১১:৪০:৫৩

আবারও ‘নো এন্ট্রি’তে সালমান খান

আবারও ‘নো এন্ট্রি’তে সালমান খান

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে নির্মাণ হয়েছিল বলিউড ব্লকবাস্টার কমেডি ছবি ‘নো এন্ট্রি’। এতে সালমান খান অভিনয় করেছিলেন। তার চরিত্রের নাম ছিল প্রেম। তার সাথে আরও দুই অভিনেতা অনিল কাপুর ও ফারদিন খান ছিলেন। দারুণ ব্যবসা সফল ছিল এ ছবিটি।

এদিকে এ ছবিটি সিক্যুয়াল বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা বনি কাপুর। সম্প্রতি এ নিয়ে সালমান খানের সাথে প্রথমিক কথাও বলেছেন বনি। তবে চুড়ান্তভাবে কথা বলাার জন্য সালমান ও বনি কেউ-ই সময় পাচ্ছেন না। তবে বনি কাপুর জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যেই তিনি সালমানের সঙ্গে দেখা করবেন এবং এ ব্যাপারে কথা বলবেন।

জানা গেছে, এ ছবির পরিচালক আনিস বাজমি দেড় বছর আগেই সালমানকে নতুন ছবির কাহিনি শুনিয়েছেন। সালমানের ভালোও লেগেছে তা। এই ছবিতেও সালমানের সঙ্গে আরও অভিনয় করবেন অনীল কাপুর এবং ফারদিন খান। যাঁরা ‘নো এন্ট্রি’ দেখেছিলেন, তাঁদের নিশ্চয়ই জানা আছে, সে ছবিতেও এই তিন তারকা পর্দা কাঁপিয়ে​ছিলেন।

এ ব্যাপারে জানা গেছে আরেকটি চমকপ্রদ খবর। নয়জন নায়িকা অভিনয় করবেন এই ছবিতে। সালমানের সম্মতি পেলেই নায়িকাদের সঙ্গে আলাপ শুরু করবেন ছবির পরিচালক। ২০১৫ সালের ‘নো এন্ট্রি​’তে এই তিন তারকার সঙ্গে অভিনয় করেছিলেন লারা দত্ত, এশা দেওল, সেলিনা জেটলি ও বিপাশা বসু।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে