বিনোদন ডেস্ক : একটু ভিন্ন ঘরাণার গল্পে নির্মাণ হয়েছে ‘ছেলেটি মেয়েটিকে ভালোবাসতো’ শিরোনামের টেলিফিল্ম। লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নির্মিত এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন, আফরান নিশো, সাবি, মনিরা মিঠু প্রমুখ।
নাটকটির গল্প স্পর্কে জানা যায়, আবীর আর অহনার ভালোবাসার সম্পর্ক দুই পরিবারেই স্বীকৃত। হঠাৎ করে অহনার বাবা জানায়- তার বিপদ ঘটেছে। ব্যবসায়িক পার্টনার তার সঙ্গে বেঈমানী করে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছে। সেই সঙ্গে শর্ত দিয়েছে, যদি তার ছেলে নিরোর সঙ্গে অহনাকে বিয়ে না দেয় তাহলে আরও বড় বিপদ হবে।
অহনা আবীরকে বলে নিরোকে খুন করতে। আবীর নানা কৌশলে নিরোকে খুন করার চেষ্টা চালায় কিন্তু সফল হয় না। এক পর্যায়ে নিরোকে গুলি করে আবীর। এ সময় অহনাও চলে আসে এখানে। তার পর টেলিফিল্মের গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ছেলেটি মেয়েটিকে ভালোবাসতো’।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন