সোমবার, ২৩ মে, ২০১৬, ১২:৪২:৪১

শাহরুখপুত্র আব্রামের কাছে আমির খানই বেস্ট

শাহরুখপুত্র আব্রামের কাছে আমির খানই বেস্ট

বিনোদন ডেস্ক : সম্প্রতি শাহরুখ খানের বাড়িতে ডিনার পার্টিতে গিয়েছিলেন আমির খান। সে পার্টিতে যাওয়ার সময় শাহরুখপুত্র আব্রামের জন্য বেশ কিছু খেলনা-পাতি নিয়ে গিয়েছিলেন আমির। আর তা পেয়ে দারুণ খুশি ছিল আব্রাম। তা দিয়ে নাকি সারারাতই সে খেলা করেছিল। এমনটি জানিয়ে শাহরুখ খান তখন একটি ট্যুইটও করেছি।

শাহরুখ খানপুত্র আব্রামের বয়স মাত্র চার বছর। আর এর মধ্যেই সে নিজের পছন্দ-অপছন্দের কথা তীব্র ভাবে জানাতে শিখেছে। এই তো দিন কয়েক আগেই সে জানিয়েছে, আমির খান তার সবচেয়ে পছন্দের আঙ্কেল।

টুইটারে শাহরুখ আমিরকে ট্যাগ করে ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমির, খেলনাগুলোর জন্য অনেক ধন্যবাদ। আব্রাম এখন রোজ ঘুম থেকে উঠেই খেলতে শুরু করে দিচ্ছে।’

এমনিতেই শাহরুখ-আমিরের মধ্যে পেশাদারি দূরত্ব কমে আসছে। প্রকাশ্যে তাঁরা বাড়িয়েছেন বন্ধুত্বের হাত। আব্রামের হাত ধরে তা আরও পোক্ত হল বলেই মনে করছেন বলি-টাউনের একটা বড় অংশ।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে