সোমবার, ২৩ মে, ২০১৬, ১২:৫৫:৩৫

সালমান খানের বিয়ে নিয়ে ঝামেলা!

সালমান খানের বিয়ে নিয়ে ঝামেলা!

বিনোদন ডেস্ক : সালমান বিয়ে করবেন। আর তা খুব শিগগিরই। তবে কোন কোন সংবাদ মাধ্যম তার বিয়ের তারিখও ঘোষণা করে ফেলেছেন। আর এসব নিয়ে দারুণ বিব্রতকর পরিস্থিতিতে আছেন সালমান খান।

এদিকে বিয়ে নিয়ে সালমানসহ তার বাবা কিংবা ভাই যাকেই যখন পাচ্ছেন সাংবাদিকরা, তখনই প্রশ্ন করতে শুরু করছেন, সালমান বিয়ে করছেন কবে, এই সেই নানা কিছু। আর এমন প্রশ্ন শুনে খান পরিবার খুবই বিরক্ত।

এদিকে সালমান খানের বিয়ে নিয়ে এখন জোর আলোচনা সংবাদমাধ্যমে। উত্তেজনা বাড়ছে ফ্যানেদের মধ্যেও। সালমান কিন্তু এতদিন স্পিকটি নট ছিলেন। তবে বিষয়টি নিয়ে এত কথা হচ্ছে যে সালমান আর চুপ থাকতে পারলেন না। বিয়ে নিয়ে নিজেই মুখ খুললেন।

তবে এমনি এমনি সালমান বিষয়টি নিয়ে কথা বলেননি। তার বিয়ে নিয়ে এক সাংবাদিক সোহেল খানকে জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে সোহেল সেই সাংবাদিককে হেনস্তা করেন বলে অভিযোগ। তারপরই বিষয়টি নিজের হাতে তুলে নেন সালমান। জানান, বিয়ে যখন করবেন, তিনি নিজেই সবাইকে জানাবেন। টুইটার ও ফেসবুকে বিয়ে নিয়ে পোস্ট দেবেন তিনি।

সেই সঙ্গে সোহেলের খারাপ ব্যবহারেরও একটি জুতসই উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, যদি রাত বারোটার সময় তাঁর বাবা সেলিম খানকে জিজ্ঞাসা করা হয়, ছেলে বিয়ে করবে কিনা, তাহলে উত্তেজিত হয়ে পড়া স্বাভাবিক। ৮০ বছর বয়স তার। সেলিম খানের সঙ্গে সোহেল খান ছিলেন। বাবাকে ওই প্রশ্ন করায় তাই তিনি সাংবাদিককে উলটে উত্তর দিয়েছিলেন। খারাপ ব্যবহার নাকি তিনি করেননি।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে