সোমবার, ২৩ মে, ২০১৬, ০৭:৪৫:০২

বলুন তো, সেনাবাহিনীর পোশাকে এরা কারা?

বলুন তো, সেনাবাহিনীর পোশাকে এরা কারা?

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের প্রয়োজনে নানা বেশভুষা ধারণ করতে হয়।  কোনো সময় পুলিশ আবার কোনো সময় সেনাবাহিনীর পোশাক পরে সেই দৃশ্য ফুটিয়ে তুলতে হয়।

এবার সেনাবাহিনীর পোশাক পরে চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী তানিয়া সেই দৃশ্য ফুটিয়ে তুলছেন। সেনাবাহিনীর পোশাকে রিয়াজ ও তানিয়াকে দেখে অনেকেই অবাক হয়েছেন।

ঘটনার পেছনের ঘটনাটা জানালেন তানিয়া।  বললেন, ‘হিরো’র খোঁজে তাদের এ পোশাক ধারণ করা।

নায়ক খোঁজার জন্য চ্যানেল আই শুরু করেছে রিয়্যালিটি শো ‘হিরো’।  ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র পৃষ্ঠপোষকতায় এ শো’র সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে বিচারক হিসেবে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী তানিয়া।

গত ১৪ মে থেকে টানা পাঁচদিন চট্টগ্রাম সেনানিবাসে চলেছে ‘হিরো’র কিছু অংশের চিত্রধারণের কাজ। সেখানেই ক্যামেরায় ধরা পড়ে রিয়াজ ও তানিয়ার সেনা লুক।  

এদিকে আগামী ২৫ মে থেকে সাভার সেনানিবাসে ‘হিরো’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে।  সেনানিবাসে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ‘হিরো’র প্রতিযোগীদের আত্মবিশ্বাস, স্মার্টনেসসহ নানা বিষয়ে প্রশিক্ষিত করে তুলা হচ্ছে।
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে