বিনোদন ডেস্ক : নানা রকম বিতর্কের জন্ম দিয়ে বিয়ের কাজ সেরে নিয়েছের বলিউড অন্যতম জুটি বিপাশা-করণ। তারপরই হনিমুন। কিন্তু এরপর কী? এই সব বাজে কৌতূহলের কি কোনো মানে হয়? কিন্তু কিছু লোক তো বলবেই। তাদের মাঝে তো তাদের পছন্দের তারকাকে নিয়ে নানা রকমের প্রশ্ন তৈরি হবে। তবে যেটা দেখার বিষয় তা হল বিপাশার স্মার্ট উত্তর।
বিপাশা ও করণ সিং গ্রোভারের ভাল বন্ধু হলেন রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি। বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন দু’জনে। সদ্য শিল্পা ও রাজের ছেলে ভিয়ানের জন্মদিন ছিল। টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন বিপাশা।
লিখেছিলেন ছোট্ট ভিয়ানকে তার ভালবাসা জানাতে সঙ্গে সঙ্গেই পিছনে লাগলেন রাজ। লিখলেন, ‘ধন্যবাদ, ভিয়ান জানতে চাইছে তোমরা কবে ওকে ওর একজন বন্ধু দেবে?’ রাজ বোধহয় ভেবেছিলেন বিপাশা এইসব শুনে লজ্জা-টজ্জা পাবেন। চোখ মারা একটি স্মাইলিও দিয়েছেন তিনি।
কিন্তু বিপাশা মোটেই লজ্জার নববধূ নন। তাই চটপট উত্তর, ‘ইদানীংকালের মধ্যে নয়। এখনকার জন্য আমরাই ওর বন্ধু’ তার পরেই একটি চোখ বুজে জিভ কাটা স্মাইলি দিয়েছেন বিপাশা।
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই