বিনোদন ডেস্ক : নোবেলের সঙ্গী হিসেবে বরাবরই যার নাম আসে তিনি হলেন সাদিয়া ইসলাম মৌ। প্রায় পনের বছর পর সম্প্রতি এ জুটিকে বিজ্ঞাপনে একসঙ্গে হাজির করেছে একটি মুঠোফোন কোম্পানি।
এর রেশ কাটকে না কাটতেই আবারো নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন নোবেল। এতে তার সঙ্গী আর থাকলেন না মৌ। এবার সঙ্গী হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।
সোমবার একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের চিত্রধারণের জন্য হেলিকপ্টারের চড়ে উড়াল দিলেন তারা। গন্তব্য সিলেট।
এ প্রসঙ্গে পিয়া জানান, প্রথমবারের মতো নোবেলের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করছি। এটি নির্মাণ করছেন রানা মাসুদ। বিজ্ঞাপনটির প্রয়োজনেই হেলিকপ্টারে চড়তে হয়েছে।
বিজ্ঞাপনটিতে হেলিকপ্টার ছাড়াও সিলেটের চা-বাগানের বিভিন্ন লোকেশনে কনভার্টেবল কার ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম