সোমবার, ২৩ মে, ২০১৬, ০৮:১৭:২৬

ধর্মের পথে ফিরলেন রোহিত শর্মার সাবেক সেই বিতর্কিত প্রেমিকা!

ধর্মের পথে ফিরলেন রোহিত শর্মার সাবেক সেই বিতর্কিত প্রেমিকা!

বিনোদন ডেস্ক : সোফিয়া হায়াতকে মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মার সাবেক প্রেমিকা। রোহিত একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রান করার পর তো সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা ছবিও পোস্ট করেছিলেন ব্রিটিশ এই মডেল - অভিনেত্রী। তবে সোফিয়া হায়াত ন্যুড জগত থেকে এবার সন্যাস জীবনে চলে গেলেন। খোলামেলা পোশাক আর বিতর্কিত আচরণে তিনি বিতর্কিত মডেল পুনম পান্ডেকে পেছনে ফেলে দিয়েছিলেন।

এই ঘটনার মাত্র আড়াই মাস পরেই অর্থাৎ ২০১৪ সালের নভেম্বরে ফের একই ঘটনার জন্য খবরের শিরোনাম হন সোফিয়া। ইডেনে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার ব্যাটিং-ঝড়ের পর রোহিতকে উৎসর্গ করে ওই ছবি পোস্ট করেন সোফিয়া। বিতর্কিত এই ছবির সঙ্গে সোফিয়া লিখেছিলেন, "আমার এই খোলামেলা ছবি ঐতিহাসিক রান করার জন্য রোহিত শর্মাকে ডেডিকেট করছি! দারুণ কীর্তি! এই তোমার জন্য! ভারতের পক্ষে গর্বের দিন!"

সোফিয়া মুলত বিগ বস - ৭ -এর প্রতিযোগী ছিলেন। সেবারের বিগ বসের আর এক প্রতিযোগী আরমান কহোলির বিরুদ্ধে তিনি হেনস্থার অভিযোগও তুলেছিলেন। আসলে কীভাবে গোটা দুনিয়ার খবরে থাকতে হয়, তা ভালোই জানেন সোফিয়া হায়াত।

এবার সেই সোফিয়া হায়াত আবার খবরের শিরোনামে। সোফিয়া নাকি এখন সন্ন্যাসী হয়ে গিয়েছেন! চমকে উঠলেন? সেটাই স্বাভাবিক। হ্যাঁ, সোফিয় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একের পর এক নিজের ছবি পোস্ট করছেন, সেখানে তাকে দেখা যাচ্ছে মাথায় কাপড় বেঁধে সন্ন্যাসীদের মতো করে। নিজের নামও এখন বদলে ফেলেছেন তিনি। তিনি এখন নিজেকে বলছেন, গাইয়া সোফিয়া মাদার! অনেকেই বলছেন, মাথায় কাপড় জড়ালেই কেউ সন্ন্যাসী হয়ে যান না। আপনার কী মত?
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে