বিনোদন ডেস্ক : মঞ্চে নায়িকারা নানা বিড়ম্বনার শিকার হন। কিছুদিন আগে কলকাতার নায়িকা শুভশ্রী এক মঞ্চে হেনস্থার শিকার হয়েছিলেন। সেই ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।
এবার চীনে মঞ্চে হঠাৎ এক চলচ্চিত্র অভিনেত্রীকে ঝাপটে ধরলেন এক যুবক। এজন্য ওই যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।
চায়না টপিক্সের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী ক্রিস্টাল লিউ সম্প্রতি গুয়াংঝাউ রাজ্যে তার আগামী ছবির প্রচারণা অনুষ্ঠানে হাজির হন। সেখানে ভক্তদের নানা আবদার মঞ্চ থেকে হাসিমুখে মেটাচ্ছিলেন লিউ।
হঠাৎ এক যুবক দৌড়ে মঞ্চে উঠে ঝাপটে ধরেন ২৮ বছরের অভিনেত্রী লিউকে। এ ঘটনায় বিস্মিত হয়ে যান সবাই।
পরে পুলিশ ওই যুবককে আটক করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়।
অনুষ্ঠানের আয়োজকরা জনান, তেমন কোনো আঘাত বা চোট লাগেনি লিউয়ের। তবে ঘটনার ভয়াবহতায় বেশ আতঙ্কিত তিনি।
অভিনেত্রী ক্রিস্টার লিউ চীনে এখন বেশ জনপ্রিয়। লিউ ইয়েফেই নামেও বেশি পরিচিত। নিজের আগামী ছবি ‘নাইট পিকক’ এর প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান লিউয়ের কাছে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েছে।
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম