সোমবার, ২৩ মে, ২০১৬, ০৯:৪২:৫৫

বলিউডের ৮ তারকার চাঞ্চল্যকর স্বীকারোক্তি, যা কখনো শোনেননি!

বলিউডের ৮ তারকার চাঞ্চল্যকর স্বীকারোক্তি, যা কখনো শোনেননি!

বিনোদন ডেস্ক : চাঞ্চল্যকর ৮ স্বীকারোক্তি। যা বলিউডের এই সব তারকারা করেছিলেন কোনো না কোনো সময়ে। কারোর স্বীকারোক্তি, নিজের কাজ বাহির করে আনতেই অন্যায়ের আশ্রয় নিয়েছিলেন। কেউ আবার জানিয়েছেন, কী ভাবে নিজের দুর্বলতাকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছেন।

বিদ্যা বালান : বাড়ি কিনতে গিয়ে ঘুষ দিয়েছিলেন বিদ্যা। মুম্বাই-এর খারে বাড়ি কেনার সময় এই কাজ করতে বাদ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি। আর এ কথা নিজের মুখেই স্বীকার করছেন এই নায়িকা।

শাহরুখ খান : বন্ধু বানাতে পারেন না বলিউড বাদশা। নিজের মুখেই শাহরুখ জানিয়েছেন, পঞ্চাশের কোঠায় বয়স হলেও, তিনি এখনো জানেন না কী ভাবে বন্ধু বানাতে হয়। এটা তার চরিত্রের সবচেয়ে দুর্বলতম দিক বলে স্বীকারোক্তি এসআরকের।

রণবীর কাপুর : খুব অল্প বয়স থেকেই বি-গ্রেড প্রাপ্তবয়স্কদের ফিল্ম দেখতেন তিনি। এই সব নোংরা ছবি দেখেই তিনি নাকি বড় হয়েছেন বলে জানিয়েছিলেন রণবীর।  

কারিনা কাপুর : নোংরা জিনস পরে ফ্লাইটে ঘুমানো। এটা নাকি তার অন্যতম পছন্দের। বলেছেন কারিনা কাপুর নিজেই। এমনকী, তিনি নাকি মাঝে মধ্যেই এক মাসেরও বেশি সময় জিনস কাচেন না এবং সেই জিনিস পরেই ঘুরে বেড়ান।

হৃত্বিক রোশন : তোতলামো। বড় বয়স পর্যন্ত নাকি এই জিনিসটি তাকে তাড়া করেছিল। নিজের উপর বিশ্বাসই হারিয়ে ফেলেছিলেন হৃত্বিক। তোতলামো প্রকাশ হয়ে পড়ে এই ভয়ে কথাই বলতেন না। কিন্তু, অদম্য মনের জোরে তোতলামির অভ্যাস কাটাতে সক্ষম হন হৃত্বিক। বহু ইন্টারভিউ-এ হৃত্বিক তার তোতলামোর কথা বলেছেন।

গোবিন্দা : নিজের মুখে পরকীয়ার কথা স্বীকার করেছেন, এককালের বলিউড-এর এক নম্বর নায়ক। তবে, এই নিয়ে বিস্তারিত তথ্য দেননি। কিন্তু, কথা প্রসঙ্গে বলেছেন, ‘এটা এমন এক সত্যি যা জনসমক্ষে বলা যায় না, এটা গোপন করে রাখাটাই উচিত।’

চিত্রাঙ্গদা সিংহ : উঠতি বয়সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। চিত্রাঙ্গদা জানিয়েছেন, এই ঘটনা যখন তিনি দিল্লি ও মারাঠে বসবাস করতেন সে সময়ের। এক দম্পতি নাকি তার উপর এই নির্যাতন চালিয়েছিল।

আলিয়া ভট্ট : ভাল ছবি আঁকতে পারেন না। আলিয়া নিজেও সেকথা স্বীকার করেন। তবু, হৃত্বিক রোশনের প্রতি প্রেম বারবার তাকে টেনে নিয়ে যেত ক্যানভাসের সামনে। আর নিজের ভালবাসায় হৃত্বিকের ছবি ক্যানভাসে আঁকতেন। সে সব ছবির শেষে হয়তো হৃত্বিককে ঠিক করে চেনাই যেত না। কিন্তু দমে যাননি আলিয়া। রং-তুলির আঁচড়ে হৃত্বিকের একের পর এক ছবি ক্যানভাসে ফুঁটিয়ে তোলার চেষ্টা করতেন।
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে