বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পর অনেকগুলো মাসই কেটে গিয়েছে। কিছুদিন আগে নতুন ঠিকানায় উঠে গিয়েছেন ক্যাটরিনা। তিনি নাকি পুরনো ফ্ল্যাটে রণবীর কাপুরের পথ চেয়ে বসেছিলেন। কিন্তু, রণবীর আসেননি। তবু, নতুন ঠিকানায় গিয়ে রণবীর কাপুরকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি ক্যাটরিনা!
ভারতী মালহোত্রা নামের রণবীরের কথিত সেই প্রেমিকা সাফ জানিয়েছেন, তিনি রণবীর কাপুরকে চেনেন না, তার সাথে ‘ডেটিং’ তো দুরের কথা। আসলে দিল্লির এই মেকআপ আর্টিস্ট কাম মডেলের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক আছে বলে বেশ কিছু দিন ধরে সংবাদমাধ্যমে খবর প্রাকাশ হয়ছে। এমনকী, এটাও দাবি করা হয় ‘জগ্গা জসুস’-এর শ্যুটিং-এ ভারতীকে মরোক্কোতে নিয়ে গিয়েছেন রণবীর। খবরে আরো দাবি করা হয়েছিল রণবীরের বোন ঋদ্ধিমার সূত্রে দু’জনের মধ্যে পরিচয়। ভারতী জানিয়েছেন, ঋদ্ধিমাকে চেনা তো দূরের কথা, তার সঙ্গে কোনোদিন মুখোমুখি দেখা পর্যন্ত হয়নি ঋদ্ধিমার।
ভারতী মালহোত্র জানিয়েছেন, তিনি কিছুদিন আগে তার বয়ফ্রেন্ডের সঙ্গে জয়পুরে ছিলেন। সেখানেই বন্ধুদের কাছ থেকে ফোন পেয়ে ইন্টারনেটে সার্চ করে তার ও রণবীরের সম্পর্কে জানতে পারেন। গোটা ঘটনায় যথেষ্টই ক্ষিপ্ত ভারতী। তার দাবি, রণবীরের দিল্লির রহস্যময়ী গার্লফ্রেন্ড বলে তার ছবি কেউ মজা করে ছেপে দিয়েছে।
গত কয়েকদিন ধরেই দিল্লির ভারতী মালহোত্রর সঙ্গে রণবীরের সম্পর্ক আছে বলে সংবাদমাধ্যমের একাংশ দাবি করতে থাকে। এমনকী, ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের আসল কারণ নাকি এই ভারতী, বলেও দাবি করা হয়। ফলে এই খবরে হতাশ হয়ে পড়েছিলেন ক্যাটরিনার অনুরাগীরা। কারণ, ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদকে সাময়িক বলে মনে হলেও তা চিরস্থায়ী বলেই মনে হতে শুরু করেছিল। ভারতীর কথায় কি ক্যাটরিনার মুখে হাসি ফুঁটেছে? তা এখনো জানা যায়নি।
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই