বিনোদন ডেস্ক : প্রতিদিনের একঘোয়ে জীবনে একে অপরের লেগপুলিং বা নিছক মজার কিছু কীর্তিকলাপ না থাকলে কি চলে? তাই অনেকেই প্রতিনিয়ত বন্ধু বান্ধবীদের সাথে মেতে উঠেন নানান রকমের মজায়। তেমনি মজায় মেতে উঠেন তারকারাও। সেলিব্রিটিদের জীবনও কোনো অংশে এর বাইরে নয়। এবার তেমনি একটি ভিডিওর সন্ধান পাওয়া গেল। আর সেই ভিডিওতে দেখা গেল দুই তারকার কিছু মজার কাণ্ড।
সেই তারকা জুটি হলেন, অক্ষয় কুমার ও জ্যাকেলিন ফার্নান্ডেজ। তাদের আসন্ন ছবি ‘হাউসফুল ৩’ সেটে বসেই করেছেন এই কাণ্ড। তার আগে দু’জনেই মেতে আছেন ছবির প্রোমোশনে। ব্যস্ততার ফাঁকেই ফেস সোয়াপ ফিল্টার ব্যবহার করে তুলে ফেললেন একটা ভিডিও এবং অক্ষয় কুমার আজ সন্ধ্যায় পোস্ট করে দিলেন তার টুইটার হ্যান্ডলে। ভিডিওতে দুজনের চেহারা এমন বিকৃত হয়েছে যে তাদের কোনো ভাবেই চেনা যাচ্ছে না। আর সেই ভিডিও থেকে আপনাদের জন্য দুটি ছবি উপরে দেয়া হলো।
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই