মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ১০:৩১:০৪

নতুন বন্ধুতে মজে আছেন পরিণীতি চোপড়া, জানেন কে সে?

নতুন বন্ধুতে মজে আছেন পরিণীতি চোপড়া, জানেন কে সে?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন দারুণ রকম ব্যস্ত রয়েছেন তার নতুন সঙ্গীকে নিয়ে। তিনি এতটাই ব্যস্ত যে রুটিম মাফিক এখন আর কিছুই করতে পারছেন না। বলা চলে নাওয়া-খাওয়া ভুলে পরিণীতি তার নতুন এই বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন জম্পেশ। এর ফলে নাকি রোজকার কাকর্মও প্রায় শিকেয় উঠার মত অবস্থা।

বলিউডে প্রথমে জোর গুঞ্জন, তাহলে কি কলকাতায় এসে পরিণীতি পেয়ে গেলেন তার প্রিয় সখাকে। পরিণীতি নিজেও অকপটে বলছেন সেই বন্ধুর কথা। এ-ও জানিয়ে দিচ্ছেন, আদর করে নতুন বন্ধুকে ‘বেবি’ (বা আরও আদুরে গলায় ডাকলে ‘বেইবি’) বলে ডাকেন।

সোমবার দুপুরে পরিণীতি টুইট করেছেন কলকাতার হাঁসফাঁস গরম নিয়ে। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির কাজে তিনি এখন এই শহরেই। ফ্লুরিজ থেকে শুরু করে এই শহরের প্রায় সব বিখ্যাত জায়গা চষে বেড়াচ্ছেন। এবং সব জায়গাতেই তার সঙ্গে ‘বেবি’।

এবারে আর একটু খুলে বলা যাক। ‘বেবি’ বলে পরিণীতি যাকে ডাকছেন, তিনি তারই সহ-অভিনেতা ছোট্ট একটি কুকুর ছানা। হ্যাঁ, ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে দেখা যাবে এই কুকুরছানাটিকেও। এই এখন পরিণীতির সব সময়ের সঙ্গী।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে