বিনোদন ডেস্ক : গত বছর থেকেই শোনা যাচ্ছিল শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন হাঁটুর বয়সী আলিয়া ভাট। আর সে শোনা কথাকে এবার সত্যি প্রমাণিত করে শেষ হল এই জুটির প্রথম সিনেমার শুটিং। তবে শুটিংটা অনেকটাই চুপিচুপি হয়েছে।
শাহরুখ আলিয়া জুটির প্রথম এই সিনেমাটি নির্মাণ করেছেন গৌরি সিন্ধ। এই নির্মাতার এপি দ্বিতীয় ছবি। এ ছবিতে আলিয়ার সাথে রোমান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। শুটিং শেষ হওয়ার বিষয়টি জানিয়ে নির্মাতা গৌরি সিন্ধে শুটিং শেষের দিনের একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেন।
গৌরির পোস্ট করা ছবিটিতে এক ফ্রেমে দেখা গেছে শাহরুখ খান ও আলিয়া ভাটকে। ছবিটি পোস্ট করে গৌরি সিন্ধে লিখেছেন, শুটিং শেষ। শুটিংয়ের প্রিয় আলিয়া ভাটকে মিস করবো অনেক। গৌরির এমন টুইটের জবাবও দিয়েছেন আলিয়া।
ছবিটি যদিও নির্মাণ করছেন গৌরি সিন্ধে, কিন্তু প্রযোজনা কিন্তু করছেন করন যোহরের ধর্ম প্রোডাকশন ও শাহরুখের রেড চিলি। বিগ বাজেটের এই ছবিটির মুক্তির বিষয়ে এখনো কোনো পাকা কথা দেননি ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন