বিনোদন ডেস্ক : রাজধানীতে সাবিরা হোসাইন নামের এক মডেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে।
সাবিরার ফেসবুক স্ট্যাটাস ও ভিডিও বার্তা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অঙ্গনেরই এক অভিনেতা।
সাবিরা বেশ কিছু পণ্যের স্থিরচিত্রে মডেল হয়েছিলেন। মডেলিং ছাড়াও উপস্থাপনাতেও তাকে দেখা গেছে। এছাড়াও তিনি গানবাংলা টিভিতে কাজ করতেন।
এদিকে সাবিরার ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়, তিনি সর্বশেষ লিখেছেন তার আত্মহত্যার বিষয়টি নিয়ে। সঙ্গে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে চাকু হাতে বারবার পেটে ও গলায় চাপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কাজ না হওয়ায় ৯ মিনিটের ওই ভিডিওর শেষে তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। ওকে নেক্সট অ্যাটেম্প নেব।’
তার সেই স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের এক ফটোগ্রাফারকে উদ্দেশে সাবিরা লেখেন, 'আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলা। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো, প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো, তোমার কি একটুও ফিল হয়নি?' আর শেষে ফটোগ্রাফারকে ট্যাগ করে লেখেন, 'আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তার।'
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন