মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০১:৪১:০৩

সালমানকে নিয়ে প্রশ্ন করায় রেগে গেলেন ঐশ্বরিয়া!

সালমানকে নিয়ে প্রশ্ন করায় রেগে গেলেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক : বলিউডে ঐশ্বরিয়া ও সালমান খানের প্রেম কে না জানে? একসময় চুটিয়ে প্রেম করেছিলেন এই অভিনেতা ও অভিনেত্রী। কিন্তু তাদের সে প্রেমের পরিণয় ঘটিনি। যার ফলে তাদের বিচ্ছেদ হয়েছে অনেকদিন হয়।

সালমান খানের সাথে ব্রেকআপের পর ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। এরপর সালমান খান ও আর ঐশ্বরিয়াকে এক সাথে কোন ছবিতে দেখা যায়নি। আগামীতে তাদের একসাথে দেখা যাবে কিনা, সে বিষয়েও কিছু জানা নেই কারো।

এদিকে সম্প্রতি ঐশ্বরিয়াকে পেয়ে সাংবাদিকদের পক্ষ থেকে তেমন প্রশ্ন করেই জানতে চাওয়া হয়েছিলো, সালমান খানের সাথে কোন ছবিতে আগামীতে তাকে দেখা যাবে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্ন শোনে রীতিমত অগ্নিমূর্তি ধারণ করেন অ্যাশ।

সূত্র বলছে, বলিউড প্রযোজক বাসু ভাগনানির অফিসে সর্বজিৎ সিনেমা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভবিষ্যতে সালমান খানের সঙ্গে অ্যাশ অভিনয় করবেন কিনা।

প্রশ্নটি মোটেও পছন্দ হয়নি ঐশ্বরিয়ার। তিনি সাক্ষাৎকার বন্ধ করে দাঁড়িয়ে পড়েন। শুধু তাই নয় তার নেওয়া সাক্ষাৎকারের ভিডিও ফুটেজগুলোও  ‍মুছে ফেলতে বলেন।  

এ অবস্থায় বাসু ভাগনানির পুত্র প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি এসে ঐশ্বরিয়াকে শান্ত করেন। কিন্তু তবু যেন রাগ কমে না অ্যাশের। এ অভিনেত্রী কিছুটা রাগান্বিত হয়ে উপস্থিত অন্যান্য সাংবাদিকদের দাঁড়িয়ে না থেকে প্রশ্ন শুরু করতে বলেন।

ঐশ্বরিয়ার এভাবে চটে যাওয়াতে অনেকেই অবাক হয়েছেন। কারণ এর আগে সালমানকে নিয়ে প্রশ্ন করা হলে কৌশলেই তার উত্তর দিয়েছেন তিনি।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে