বিনোদন ডেস্ক : বলিউডে রাজকীয় অভিষেক হয়েছিলো হৃত্বিক রোশেনের। তার শুরুটা ছিলো ‘কাহো না পেয়ার হ্যায়’। প্রথম ছবিতেই কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি। এরপর একে একে দিয়েছেন বহু সফল ছবি উপহার।
ধুম সিরিজের ছবিতে এ পর্যন্ত অনেকেই অভিনয় করেছেন। কিন্তু এতে হৃত্বিকের স্থান কেউ দখলে নিতে পারে নি। যার ফলে ‘ধুম ফোর’ এ আবারো ফিরবেন হৃত্বিক। তবে এটি নতুন খবর নয়। নতুন খবরটা হলো চমকে যাওয়ার মত!
হৃত্বিক রোশন নতুন একটি ‘মহেঞ্জোদারো’ শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। আর এই সিনেমার মাধ্যমে পারিশ্রমিকের নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।
জানা গেছে, আশুতোষ গোয়াড়িকারের ‘মহেঞ্জোদারো’ সিনেমায় অভিনয়ের জন্য ৫০ কোটি টাকা নিচ্ছেন হৃতিক। যেখানে সিনেমার মোট বাজেট ১০০ কোটি।
‘মহেঞ্জোদারো’ এমন একটি সিনেমা যেখানে দেখানো হবে, মানুষ যখন সভ্য হতে শুরু করেছে। কীভাবে সমাজ তৈরি হলো, মানুষ কী করে একে একে বাজার, দোকান গড়ে তুলল, খাবারের অভ্যাস কী করে পরিবর্তিত হলো, সব কিছু দেখানো হবে এই সিনেমায়। প্রকৃতি ও জীব জন্তুর সঙ্গে লড়াই করে মানুষের বেঁচে থাকার গল্পকে তুলে ধরা হবে মহেঞ্জোদারোতে।
পাশাপশি এই সিনেমায় হৃতিক রোশানের সঙ্গে ২০ ফিট লম্বা একটি কুমিরের লড়াইকেও দেখানো হবে। সব কিছু মিলিয়ে বলা যায়, প্রাগ ঐতিহাসিকযুগে মানুষের লড়াইকে তুলে ধরা হবে মহেঞ্জোদারোতে। কিন্তু প্রশ্ন একটাই, ১০০ কোটির সিনেমায় ৫০ কোটির নায়ককে নিয়ে শেষ পর্যন্ত কত টাকা ঘরে আনতে পারবেন আশুতোষ?
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন