বিনোদন ডেস্ক : হিজড়া মডেল! এর আগে হিজড়াদের মডেল করা হয়নি। তেমন ভাবনাও কেউ ভাবেনি। তবে ভারতের একজন ফ্যাশন ডিজাইনার সেই প্রথা ভেঙে তার নতুন শাড়ী কালেকশনের জন্য হিজড়া মডেল ব্যবহার করেছেন।
ডিজাইনার শর্মিলা নায়ার তার কালেকশনের নাম দিয়েছেন মাড়াভিল, মালায়ালাম ভাষায় যার অর্থ রঙধনু। তিনি বলছেন, ‘আমি রঙধনু নামটি ব্যবহার করেছি এই কারণে যে সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের মানুষরা রঙধনুকেই তাদের চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকেন।’
ভারতে হিজড়া সম্প্রদায়ের সামাজিক অবস্থান খুব নীচে। তারা নানা রকম সামাজিক নিগ্রহের শিকার হন। ফলে তাদেরকে ফ্যাশন মডেল হিসেবে ব্যবহার করায় এনিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শর্মিলা নায়ারের শাড়ী কালেকশনে মডেল হয়েছেন যে দুজন হিজড়া তাদের নাম মায়া মেনন এবং গৌরি চৌধুরী। ফ্যাশন মডেলিং-এর পূর্ব অভিজ্ঞতা তাদের নেই। ভারতে এলজিবিটিদের নিয়ে কাজ করে এমন একটি এনজিওর মাধ্যমে মিজ নায়ার এদের খুঁজে পান।
তিনি বলেন, ‘আমি ফেসবুকে দেখছিলাম কেরালা সরকার হিজড়াদের উন্নয়নের জন্য অনেক কিছু করছে। তাই ভাবলাম আমিও তো এদের জন্য কিছু একটা করতে পারি’।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন