মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৩:১১:৪০

ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের কঠোর সমালোচনায় অ্যাঞ্জেলিনা জোলি

ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের কঠোর সমালোচনায় অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক : বিশ্ব-বিখ্যাত অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি একটি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন। দি লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটি ব্রিটেনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম।

এখন থেকে অ্যাঞ্জেলিনা জোলি নারীর উপর মাস্টার্স ডিগ্রী প্রোগামে ‘শান্তি ও নিরাপত্তা’ বিষয়ে শিক্ষা দান করবেন। এছাড়াও এই বিষয়ে নিয়োগ দেয়া হয়েছে ব্রিটেনের সাবেক পররাষ্ট্র সেক্রেটারী উইলিয়াম হেগুজকে।

জুলি বলেন, আমরা আশা করবো অন্যান্য প্রতিষ্ঠানেও এই উদাহরণ অনুকরণ করবে। এটা এ জন্যই অতীবগুরুত্বপূর্ণ যে, কিভাবে নারীর অধিকারের অগ্রগতি করা যায় এবং অপরাধের দায়মুক্তি, হয়রানি তথা সহিংসতায় নারীর উপর যে সামঞ্জস্যহীনভাবে প্রভাব পড়ে তার সম্পর্কেও আমরা দীর্ঘ আলোচনা করেছি।

তিনি আরো বলেন, সরকারে এবং জাতিসংঘে কাজের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে আমি শিক্ষার্থীদের কিছু শিক্ষা দেয়ার এবং তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করবো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

২০১৩ সালের মে মাসে ম্যাস্টেকটমি করে দুটি স্তনই বাদ দেন জোলি। এরপর তিনি ক্যান্সার এড়াতে অস্ত্রোপচারে বাদ দেন তার ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব দুটিও।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে