মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৬:১৩:০৫

মেয়ের ১৬তম জন্মদিন নিয়ে কি বললেন শাহরুখ খান?

মেয়ের ১৬তম জন্মদিন নিয়ে কি বললেন শাহরুখ খান?

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা এখন আর সেই ছোট্টটি নেই। সে এখন ষোড়ষি কন্যা। এমন একটা বয়স যখন বাবা-মায়ের মানতে যেন কষ্ট হয় যে ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে। আর ছোট্টবেলার মতো কথায় কথায় জড়িয়ে ধরবে না, স্বপ্ন দেখে ভয় পেয়ে কেঁদে উঠবে না।

মেয়ের জন্মদিনে তাই বাদশা টুইট করে লিখলেন, ‘একটাই খারাপ ব্যাপার যে ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে... এখন অপেক্ষা করতে হবে, কবে থেকে আবার ওরা রূপকথায় বিশ্বাস করতে শুরু করবে...’

এর সঙ্গে তিনি পোস্ট করেছেন একটি মিষ্টি ছবি —সেকাল আর একাল। তার সঙ্গে শাহরুখ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি চান তার দুই ছেলেমেয়েই অন্তত গ্র্যাজুয়েশন করুক। তার পর তারা যদি চায় তবে রূপোলি পর্দার জগতে আসতেই পারে।

কিন্তু পড়াশোনা না করে তিনি ছেলেমেয়েদের শোবিজ-এ আসতে দেবেন না, শাহরুখের স্পষ্ট কথা। কারণ তিনি মনে করেন যে কোনও পেশায় আসতে গেলেই একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন।

শুধুমাত্র ডিগ্রি নয়, শিক্ষার প্রয়োজনীয়তা মানুষের চরিত্রগঠনে বলে তিনি মনে করেন। দেখেশুনে তাই শাহরুখ খানকে বেশ দায়িত্ববান বাবা বলা যায়।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে