মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৯:৪৮:০২

রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের নামে পাবলিক টয়লেট!

রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের নামে পাবলিক টয়লেট!

বিনোদন ডেস্ক : ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে চান? আচ্ছা যদি জিজ্ঞেস করি কোথায় দেখা পাবেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের? একশ' শতাংশ লোকই বলবেন, কোথায় আবার রণবীর কাপুরের বাবার দেখা মিলবে মুম্বাইয়ের কৃষ্ণারাজ বাংলোতে৷ ভুল বললেন৷ ঋষি কাপুরের দেখা মিলবে এখন থেকে পাবলিক টয়লেটে! তাও আবার মুম্বাই নয় সুদূর এলাহাবাদে৷

কেন দেশের সব প্রকল্প-সৌধের নাম গান্ধী পরিবারের নামে হবে এমন প্রশ্ন তুলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন প্রভিন এই অভিনেতা। তারপরই তার বিরুদ্ধে বিক্ষোভে নামেন কংগ্রেস নেতাকর্মীরা৷ এরপরই পাবলিক টয়লেটের নাম ঋষি কাপুরের নামে রাখেন কংগ্রেসকর্মীরা৷ ঘটনাটি ঘটে গান্ধী পরিবারের প্রধান ঘাটি এলাহাবাদে৷ তবে এই ঘটনায় তিনি মজাই পেয়েছেন বলে জানিয়েছেন ঋষি৷

তিনি বলেছেন, ‘যদি পাবলিক টয়লেট তার নামে রাখা হয় তবে তিনি বরং আনন্দিতই বোধ করবেন৷ কেন না এই প্রকল্প প্রধানমন্ত্রী মোদির স্বপ্নের প্রকল্প ‘স্বচ্ছ ভারত’-এর অন্তর্ভূক্ত৷’ সেই সঙ্গে তার আরো সংযোজন, তিনি গান্ধী-নেহরু পরিবারের বিরুদ্ধে নয়, তিনি সেই পরিবারের কারওকে অসম্মানও করতে চান না৷ তিনি শুধু এই পরিবারের কারোর নামে কোন প্রকল্পের নামকরণের বিপক্ষে৷
২৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে