বিনোদন ডেস্ক : “আমি খুব খারাপ মা। নিজের সন্তানকে একদমই সময় দিতে পারি না” বিলবোর্ডের মিউজিক অ্যাওয়ার্ডে গিয়ে সম্প্রতি এমনটাই জানালেন প্রিয়াঙ্কা চোপড়া।
না না! বলিউডের আর পাঁচটা নায়িকার মতো সন্তান দত্তক নেননি পিগি। তাহলে? আসলে গানকে নিজের সন্তানের চোখেই দেখেন নায়িকা। কিন্তু সম্প্রতি হলিউড-বলিউড নিয়ে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে গানের জন্য একটু সময় দিতে পারছেন না। তাই নিজেকে খারাপ মা বলেই সম্বোধন করলেন সুন্দরী।
বরাবরই প্রিয়াঙ্কা দাবি করে, গান তার প্রথম ভালবাসা। তাই অভিনয় নিয়ে ক্যারিয়ারের ইনিংস শুরু করলেও পরে গানের হাত ধরতে বেশি সময় নেননি সাবেক এই বিশ্ব-সুন্দরী। ইতিমধ্যে র্যাপার পিটবুলের সঙ্গে ডুয়েট গেয়ে ফেলেছেন তিনি।
ইদানীং প্রিয়াঙ্কা গান তেমন করে শোনা যাচ্ছে না। তবে গানের সঙ্গে কিন্তু অতঃপর ভাবে নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী। তাইতো বিলবোর্ডের আসরে দেখা মিলল দেশীগার্লের।
তাছাড়া দেশজুড়ে এখন সবার নজর কান লাল কার্পেটের দিকে। কিন্তু হঠাৎই নীল আবেশে নিজের দিকে ক্যামেরার লাইমলাইট ঘুরিয়ে নিলেন বিশ্ব-সুন্দরী। নীলরঙা গাউনে নায়িকা সুলভ আভিজাত্যে ঝড় তুললেন বিলবোর্ডের গোলাপি গালিচায়।
২৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই