মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ১১:৫৫:০৯

মেয়ে আরাধ্যাকে রাস্তায় পড়ান ঐশ্বরিয়া

মেয়ে আরাধ্যাকে রাস্তায় পড়ান ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা একটু একটু করে পড়াশোনা শুরু করেছে।  তেমন চাপ নেই তার। কিন্তু দিনের একটা সময়ে নিয়ম করে যে পড়তে বসতে হয়।  সেই পাঠটাই আপাতত মেয়েকে দিতে চাচ্ছেন ঐশ্বরিয়া।

সব মা-ই ছেলেমেয়েদের সুক্ষিত করতে চান।  কিন্তু ঐশ্বরিয়া তার ব্যস্ততার ফাঁকে মোক্ষম কাজটি করার সময়ই বের করতে পারছিলেন না।

এদিকে মেয়ে আরাধ্যাও হয়েছে তেমন।  মা ছাড়া চট করে পড়তেই বসতে চায় না।

দোটানায় পড়ে একটি উপায় বের করেছেন ঐশ্বর্য। তিনি কোথাও যাওয়ার সময়ে মেয়েকে সঙ্গে নিয়ে বের হন তিনি।  বিশেষ করে দিনের বেলা হলে তো কথাই নেই।  

মুম্বাইয়ের কুখ্যাত ট্র্যাফিক জ্যামই হয়ে উঠেছে ঐশ্বরিয়ার সমস্যার সমাধান।  গাড়িতে বসে ওই ট্র্যাফিক জ্যামেই রাস্তায় রাস্তায় মেয়েকে পড়াতে থাকেন তিনি।

শুটিং স্পটে গেলে তার মেকআপ ভ্যানেই আরাধ্যাকে স্নান করিয়ে, খাইয়ে ও ঘুম পাড়িয়ে কাজে যান। ফেরার পথে আবার ট্র্যাফিক জ্যামের সুযোগ নিয়ে মেয়েকে পড়াতে পড়াতে ফেরেন বাড়ি।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে