বুধবার, ২৫ মে, ২০১৬, ০১:২৭:৪৪

১২ টাকাই যখন সেরা পুরস্কার!‌

১২ টাকাই যখন সেরা পুরস্কার!‌

বিনোদন ডেস্ক: ঘর ভর্তি নামীদামী পুরস্কার। তারই মধ্যে জ্বলজ্বল করছে একটু অন্যরকম একটি পুরস্কার। একটি ফ্রেম, যাতে বাঁধানো রয়েছে ১০ টাকার একটি নোট এবং দু’‌টি ১ টাকার কয়েন। আর পুরস্কারের মালিক?‌ বলিউড-‌খ্যাত সঙ্গীত তারকা সোনু নিগম!‌ গত সপ্তাহে গাছতলায় চট পেতে পুরনো হারমোনিয়াম নিয়ে বৃদ্ধ ভিক্ষুকের বেশে টানা তিন ঘণ্টা ধরে গান গেয়েছিলেন তিনি। ছদ্মবেশের আড়ালে কে রয়েছে, তা ধরতে পারেননি একজনও। ভিক্ষুকের গলায় এমন পেশাদারী গান শুনে থমকে দাঁড়িয়েছিলেন অনেকেই। কিন্তু ভিক্ষা দেওয়ার প্রয়োজন বোধ করেননি। মাত্র একজন বাদে।

শাহবাজ আলি নামে এক যুবক তাঁর হাতে তুলে দেন ১২ টাকা। শাহবাজে সোনু এতটাই মুগ্ধ, তাঁর সঙ্গে যোগাযোগ করে রবিবার তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠান। নিজের দেওয়া ১২ টাকা ফ্রেমে বাঁধিয়ে অন্যান্য পুরস্কারের সঙ্গে রাখা দেখে বিহ্বল হয়ে পড়েন শাহবাজ। এরও একটি ভিডিও করে টুইটারে পোস্ট করেন সোনু। যাঁরা গান উপভোগ করেও শিল্পীকে দাম দেননি, তাঁরা নিশ্চয়ই এই ভিডিও দেখে এখন কপাল চাপড়াচ্ছেন।-আজকাল

২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে