বুধবার, ২৫ মে, ২০১৬, ০৮:৩৩:২০

বদলে গেছে সানি লিওন, দেখুন তো চেনা যায় কিনা?

বদলে গেছে সানি লিওন, দেখুন তো চেনা যায় কিনা?

বিনোদন ডেস্ক : একসময় বিতর্কিত অভিনেত্রী হিসেবে বিশ্বময় বিতর্কিত ছিল সানি লিওন। তবে সে জগৎ ছেড়ে তিনি এখন বলিউডের বাসিন্দা। বলিউডে একের পর এক ছবিতে তিনি বাজিমাত করছেন। তবে এখানেও তিনি দারুণভাবে সমালোচিত।

তাই বলে পর্দায় মোহনীয় রূপ আর লাবন্যে মাত করা সানি লিওনের ভক্ত কিন্তু কম নয়। তার ছবি যতই বিতর্কিত হোক না কেন, দর্শক কিন্তু হুমড়ি খেয়েই পড়েন তার ছবি দেখার জন্য, এ আর বলার অপেক্ষা রাখে না। পর্দায় ‘পিংক লিপ্‌স’-এ সানি লিওনকে দেখতে সম্ভবত সবারই ভালো লাগে।

তবে, এবার থেকে শুধু ‘পিংক লিপ্‌স’ নয়, ‘পিংক হেয়ার’এ-ও দেখা যাবে সানি লিওনিকে! চুলে গোলাপি রং করিয়ে ফেলেছেন সানি। দিনকয়েক আগেই নীল আর বেগুনির শেড’এ চুল রাঙিয়েছিলেন তিনি। এর মধ্যেই আরও একবার এক্সপেরিমেন্ট করে ফেললেন!

টুইটারে নিজের নতুন রূপের ছবি পোস্ট করেছেন সানি। ধন্যবাদ জানিয়েছেন নিজের হেয়ার স্টাইলিস্টকেও। জানিয়েছেন, নিজের লুক আর চুল নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে তাঁর ভালই লাগে! তবে ‘ব্লন্ড’ সানিকে ভক্তদের কতটা ভাল লাগে, সেটাই দেখার!
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে