বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহির আজ বিয়ে। এর আগে গতকালই তিনি জানিয়েছিলেন আজ বিয়ে করতে যাচ্ছেন তিনি। এ খবর প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই হতবাক! কেউ কেউ ভেবেছিলেন, নেহাতই মজা করছেন তিনি। কিন্তু না। এটাই সিত্য। আর আজই বিয়ে হচ্ছে তার।
অনেকের মনেই প্রশ্ন ছিল, মাহির হবু বর কে? বিনা মূল্যেই লাখ টাকার এই প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা। বলেছেন, ‘ওর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসেছে। যুক্ত হয়েছে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায়।’
জানা গেছে, দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন হচ্ছে। আজ বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আক্দ অনুষ্ঠিত হবে। সকালের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় থাকবে একটি ছোট্ট আনুষ্ঠান।
মাহি জানিয়েছেন, ‘সকালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান ও আক্দ অনুষ্ঠিত হবে।’ বাগদান প্রসঙ্গে মাহি তিনি বলেন, ‘হুট করেই ঘটতে যাচ্ছে ঘটনাটা। পরিবার থেকে চাইছিল চলচ্চিত্রে কাজ কমিয়ে দিই। বিষয়টি মাথায় রেখে পারিবারিকভাবে এই আয়োজন।’ নতুন জীবনে প্রবেশের আগে কেমন লাগছে—জানতে চাইলে মাহি বলেন, ‘এখনো কিছুই বুঝতে পারছি না।’
মাহিকে স্ত্রী হিসেবে পেতে যাচ্ছেন—এই অনুভূতি কেমন? জানতে চাইলে পারভেজ মাহমুদ বলেন, ‘এটা একেবারেই পারিবারিক বিয়ে। নতুন জীবনে প্রবেশ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’
আগামী জুলাই মাসের শেষ দিকে দুই পরিবারের আয়োজনে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন