বিনোদন ডেস্ক : পর্দার মানুষ। অভিনয়ের মাধ্যমেই হেসেছেন, হাসিয়েছেন মানুষকে। এখনও অভিনয়ে ফেরার জন্য মন তার হাহাকার করে, কিন্তু উপায় নেই। বয়স হয়েছে। শরীরেও আর কুলোয় না। এছাড়া নানা অসুখও বাসা বেঁধেছে তার শরীরে। সুস্থতা লাভের আশায় দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন। তবুও কিছু হয়নি। বার্ধক্য বলে একটা কথা।
বলা হচ্ছিল বাংলাদেশের সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদের কথা। যিনি এখন বয়ঃবৃদ্ধ। বেশ ক’বার ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকেও। তার শরীরে বাসা বেঁধেছে গ্যাংগ্রিন, কিডনি, স্নায়ু ও ডায়াবেটিস।
ডাক্তারের বেঁধে দেয়া ব্যবস্থাপত্রেই চিকিৎসা চলেছে তার। বাড়ির চৌকাঠ মাড়াতেন না। টাইম ধরে ধরে ঔষুধ খেতেন। ভক্তদের দোয়ায় দিনে দিনে সুস্থ হয়ে উঠছেন তিনি। এখন কেমন আছেন? এমন প্রশ্নের উত্তরে টেলি সামাদ জানিয়েছেন, ‘আগের চেয়ে বেশ ভালো আছি।’
এখন চাইলে বাইরে বেরুতে পারেন। টুকটাক কিছু প্রোগ্রামে অংশ নিচ্ছেন। কয়েকদিন আগে হাজির হয়েছিলেন বাবিসাস অ্যাওয়ার্ডে। এবার আজীবন সন্মানা পেয়েছেন তিনি। অনুষ্ঠানে হাজির হওয়ার পর তিনি মুগ্ধ। জানালেন, অনেকদিন পর আমাকে পেয়ে কিছুতেই ছাড়ছিলো না। ক্যামেরায় প্রচুর ছবি তুললো। শেষে সবার অনুরোধে একটি গানও গেয়েছিলাম। খুব ভালো লেগেছিল সবার সঙ্গে দেখা হয়ে। যাদের সঙ্গে কাজ করেছিলাম তাদের অনেকের সঙ্গেই দেখা হয়েছে।’
দীর্ঘদিন চার দেয়ালে বন্দি থেকে তার দম হয়তো আটকিয়েই আসছিলো। সে কারণেই ইদানীং বাইরে বেরুতে প্রচুর ইচ্ছা করে তার। কয়েকদিন আগে নিজের জন্মভূমি বিক্রমপুরে হাজির হয়েছিলেন তিনি। এখনো সেখানেই অবস্থান করছেন। জানালেন, দুই ভাতিজার বিয়ে। বিয়েতে এসেছি। আত্মীয়-স্বজনদের কতোদিন দেখিনা। সবাইকে দেখে খুব ভালো লাগছে।’
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন