বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জি অনেকদিন হয় পর্দায় নেই। তবে আবারও তিনি পর্দায় ফিরেছেন। সম্প্রতি ক্যামেরার সামনে তিনি দাঁড়িয়েছেন তার ৫ মাস বয়সী মেয়ে আদিরাকে কোলে নিয়ে। এরফলে মা ও মেয়েকে একই সাথে দেখা যাবে বড়পর্দায়। আর এ খবরটিই এখন বলিউডে সব থেকে বড় খবর হয়ে ধরা দিয়েছে।
যদিও আদিরার জন্মের পর এখনও তার কোনও ছবি প্রকাশ্যে আসেনি। কিন্তু বলিউডে চাউর হয়েছে আদিত্যের পরের ছবি ‘বেফিকর’-এ নাকি একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে ছোট্ট আদিরাকে। একটি ক্যামিও চরিত্রে থাকবেন খোদ রানি মুখার্জি। মায়ের কোলে চড়ে বাবার পরিচালনা করা ছবিতেই নাকি প্রথম দেখা যাবে এই সেলেব বেবিকে!
মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর জোর জল্পনা শুরু হয়েছে। এমনকি গেস্ট অ্যাপিয়ারেন্স-এ পামেলা চোপড়াকেও এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলে সূত্রের খবর।
২০১৪ সালে ‘মর্দানি’ ছবিতে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল রানিকে। এর পর বড় ব্রেক নিয়েছেন নায়িকা। আপাতত মেয়েকেই সময় দিতে চান। কিন্তু প্যারিসে লম্বা ছুটির ফাঁকে সত্যিই কি ‘বেফিকর’-এ কন্যাসহ দেখা যাবে তাঁকে? উত্তরের অপেক্ষায় বি-টাউন।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন