বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং বেশ কিছুদিন আগে তার ফেসবুকে একটি পোষ্ট করেছিলেন। পোষ্টটি ছিল অনেকটাই দীর্ঘ। পোষ্টের পুরো বিষয়টিই ছিল বলিউড ভাইজান সালমান খানের কাছে ক্ষমা প্রার্থনা করে কাকুতি মিনতিভরা।
তবে এই পোষ্টটি এতদিন ধামাচাপাই ছিল। কিন্তু হঠাৎ করেই সম্প্রতি সেটি ভেসে উঠে। আর নজর কাড়ে সবার। যা নিয়ে এখন দারুণ চর্চা হচ্ছে বলিউডসহ পুরো ভারতে। তা কি ছিল সে পোষ্টে? আর কেনই বা কাকুতিভরা কণ্ঠে সালমানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন গায়ক অরিজিৎ সিং?
অরজিৎ সেখানে তুলে ধরেছেন, কেন সালমান খান তার উপরে অভিমান করেছেন, কীভাবে সালমান তাকে ভুল বুঝেছেন? তিনি লিখেছেন, ‘আমার মনে রয়েছে এটাই (ফেসবুক) আপনার কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ উপায়। আমি আপনাকে ফোন এবং টেক্সট করার চেষ্টা করে চলেছি। এটা বোঝাতে আপ্রাণ চেষ্টা করেছি যে, আমি আপনাকে অপমান করেছি বলে যে ধারণা আপনার হয়েছে, তা সম্পূর্ণ ভ্রান্ত। আমি কখনওই তা করিনি। সেই রাতে শো-এর সময়ে সেটা ছিল একেবারে ভুল একটি মুহূর্ত, স্থান। যা হোক, আপনি অপমানিত বোধ করেছেন। আমি এটা বুঝেছি এবং এর জন্য আমি যারপরনাই দুঃখিত।’
এখানেই শেষ নয়। একেবারে শেষে ‘সুলতান’ ছবি থেকে তার গাওয়া গান যাতে বাদ না-যায়, তা নিয়েও কাতর অনুনয় করেছেন শিল্পী অরিজিৎ সিং।
অরিজিৎ লিখেছেন, ‘সুলতান-এ আমি আপনার জন্য যে গানটি গেয়েছি, সেটি আশা করি বাদ দেবেন না। আপনি যদি অন্য কাউকে দিয়ে ওই গানটি গাওয়াতে চান, গাওয়াতে পারেন। কিন্তু আমার গাওয়া অন্তত একটি ভার্সান রাখতে পারেন। স্যর, আমি যথেষ্ট গান গেয়েছি। কিন্তু আমি আপনার জন্য গাওয়া অন্তত একটি গান লাইব্রেরিতে রেখে অবসর নিতে চাই। আমার এই আবেগ দয়া করে কেড়ে নেবেন না।’
কিন্তু কেন এক কাকুতি-মিনতি করলেন অরিজিৎ? কী হয়েছিল, কেউ জানেন না। সালমানের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই অবস্থায় জটিলতা বাড়িয়েছেন অরিজিৎ নিজে। এই পোস্টটি একঘণ্টার মধ্যে তিনি তুলে নেন। এর পরে অবশ্য আরও একটি পোস্ট করেছেন তিনি। তবে স্পষ্ট করে কিছুই তিনি লিখেননি, কেন সালমান খান তার উপর রাগ বা অভিমাণ করেছেন?
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন