বুধবার, ২৫ মে, ২০১৬, ০২:০৪:৪৮

সিলেটেই থাকছেন মাহি!

সিলেটেই থাকছেন মাহি!

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: বিয়ের পিঁড়িতে বসলেন দেশীয় চলচ্চিত্রের এ সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। পাত্র মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বাড়ির সিলেটের কদমতলীতে। ২৪ মে সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মাহির বাসায় দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মাহিয়া মাহি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু সহজ-সরল মানুষ। এমন একজনকেই আমার পাশে চেয়েছিলাম। সবাই আমাদের জন্য নতুন জীবনের জন্য দোয়া করবেন।'

জানা গেছে, আগামী ২৪ জুলাই সিলেটে বরের বাসায় বৌ-ভাত সম্পন্ন হবে। বিয়ের পর চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেবেন কি না জানতে চাইলে মাহি বলেন, 'চলচ্চিত্র আমার ভালোবাসা, ভালোলাগার জায়গা। যেহেতু বিয়ের পরে সিলেটে থাকব, তাই বছরে দু-একটি চলচ্চিত্র কাজ করব।'

মাহি আরও জানান, ১২ মে তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে