বুধবার, ২৫ মে, ২০১৬, ০২:৪৬:৩৪

যে কারণে টিভি অভিনেতা হতে চায়নি মোশারফ করিম

যে কারণে টিভি অভিনেতা হতে চায়নি মোশারফ করিম

বিনোদন ডেস্ক : বাংলাদেশে অসম্ভব রকম জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন মোশারফ করিম। যেমন নাটক, তেমন সিনেমাতেও রয়েছে তার সমান জনপ্রিয়তা। অভিনয় দক্ষতার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন তিনি। অথচ এই তিনি নাকি কখনোই টিভি অভিনেতা হতে চাননি!

সম্প্রতি একটি দৈনিকের সাথে আলাপকালে মোশাররফ করিম অমনটিই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মঞ্চে অভিনয় করতাম। নব্বই দশকের দিকে নাটকের দল ‘নাট্যকেন্দ্রে’ যোগ দিই। তারপর থেকে নিয়মিত মঞ্চে অভিনয় করি। আমার ইচ্ছে ছিল মঞ্চেই নিয়মিত অভিনয় করা। কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলাম টিভি অভিনেতা। আমি কখনোই চাইনি টিভি অভিনেতা হতে।’

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ক্যারাম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দারুণ জনপ্রিয়তা পান মোশারফ করিম। দুটি সিক্যুয়েলের এই নাটকে তিনি অভিনয় করেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তিশার বিপরীতে।

ওই নাটকে অভিনয়ের স্মৃতি মনে করে তিনি বলেন, ‘আমার জীবনের টার্নিং পয়েন্ট “ক্যারাম”-এ অভিনয়। অথচ ঠিক একই সময়ে আমার থাইল্যান্ডে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেই মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত “ক্যারাম”-এ অভিনয় করি। তারপরই সব বদলে যায়।’
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে