বুধবার, ২৫ মে, ২০১৬, ০৩:৪৭:৪৫

কনের সাজে অন্যরকম মাহি

কনের সাজে অন্যরকম মাহি

বিনোদন ডেস্ক : জীবনে অসংখ্যাবার বিয়ের সাজে সেজেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তবে সেটা ছিল চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে। আর এবার তিনি বিয়ের সাজে সেজেছেন জীবনের প্রয়োজনে।

রূপালী পর্দা ছাপিয়ে এবার প্রথমবারের মতো কনে সাজে সাজলেন মাহি। ক্রিম কালারের কারুকাজখচিত লাল পাড়ের শাড়িতে বউ সেজেছেন মাহি। গতরাতে হলুদের অনুষ্ঠানে মাহিকে দেখা গেছে হলদে রঙ শাড়িতেই। হাতভর্তি মেহেদীর আল্পনা সেজেছেন তিনি।

‘আজ (বুধবার) দুপুরের একটু আগেই আকদ হলো। ফুরফুরে লাগছে। নতুন জীবনে পা দিলাম। সবাই দোয়া করবেন।’ এমনটাই বললেন মাহিয়া মাহি।

এর আগে গতকাল রাতে সাদামাটা আয়োজনে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। হলুদ সন্ধ্যায় মিডিয়ার কেউই ছিলেন না। এমনকি মাহির সবচেয়ে ঘনিষ্টজনদেরও দেখা যায়নি। শুধুমাত্র কাছে কয়েকজন বন্ধু ছিলেন।

মাহির পাত্র সিলেটের কদমতলীর ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। চার বছর ধরে একজন আরেকজনকে চেনেন। তবে বিয়েটা করছেন পরিবারের পছন্দেই।  তাদের পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই মাহি এবং অপুর বিয়ে সম্পন্ন হচ্ছে।

বিয়ে প্রসঙ্গে মাহি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ। এমন একজন মানুষই আমার জীবনে আমার পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন।’

এদিকে মাহির গায়ে হলুদ ও আকদ অনুষ্ঠানের বিশেষ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন তার বোন ফাহমিদা রূপন্তী মৌ। সেখানেই দেখা গেল মাহিকে কনে সাজে। ছবিতে মাহিকে দারুণ উৎফুল্লই লাগছিল।

প্রসঙ্গত, এর আগে বন্ধুর সঙ্গে বিয়ের গুজব ওঠে মাহির। এছাড়া প্রযোজক আবদুল আজিজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল মাহিকে নিয়ে সিনেমা পাড়ায় আলোচিত ঘটনা। সম্প্রতি আবদুল আজিজ মাহির সঙ্গে তার প্রেমের বিষয়টি স্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, আজিজের এমন তথ্য ফাঁসই মাহিকে গোপনে ত্বরিৎ বিয়ের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে