বুধবার, ২৫ মে, ২০১৬, ০৫:১৯:৫৫

প্রথমবারের মত লন্ডনে গেলেন ঢাকাই ছবির কিং শাকিব খান

প্রথমবারের মত লন্ডনে গেলেন ঢাকাই ছবির কিং শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি ব্যস্ত আছেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। গত মাসে এই ছবির শুটিং করে আসছেন তিনি কলকাতা থেকে। এবার একই ছবির জন্য তিনি উড়াল দিচ্ছেন রানী এলিজাবেদের দেশ লন্ডনে। এখানে তিনি টানা এক সপ্তাহ অবস্থান করে শুটিংয়ে অংশ নিবেন।

সূত্র বলছে, আজ (বুধবার) সকালে যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারি’ ছবির শুটিংয়ে অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শাকিব খান। তবে এবারই প্রথম তার লন্ডন সফর। এর আগে তিনি অন্যান্য দেশে গেলেও লন্ডন আর যাওয়া হয়নি।

লন্ডন সফর প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন, বেশ কয়েকবার লন্ডনে ছবির শুটিং করার পরিকল্পনা করলেও, সময়ের অভাবে তা আর সম্ভব হয়নি। এবার সবকিছু মিলে যাওয়ায় লন্ডনে প্রথমবারের মতো শুটিং করতে যাচ্ছেন তিনি।

যৌথ প্রযোজনার এ ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে