বুধবার, ২৫ মে, ২০১৬, ০৫:৪৪:৩৯

করণকে বিয়ে করার গোপন তথ্য জানালেন বিপাশা বসু!

করণকে বিয়ে করার গোপন তথ্য জানালেন বিপাশা বসু!

বিনোদন ডেস্ক : রূপকথার মতো প্রেমকাহিনী বিপাসা-করণের জীবনে। হাজার প্রতিকূলতা পেরিয়ে এখন তারা সুখী দম্পতি। বিয়ের পর বর্তমানে হানিমুনে মালদ্বীপে রোম্যান্টিক মুহূর্তে কাটাচ্ছেন তারা। কিন্তু কী এমন ছিল দু-বারের ডিভোর্সী করণ সিং গ্রোভারের মধ্যে যে, বিপাশা জন আব্রাহাম বা দিনো মোরিয়াকে ছেড়ে তাকেই বিয়েটা করলেন? সেই রহস্যের উন্মোচন করলেন বিপাশা নিজেই। জানালেন, কেন তিনি সবাইকে ছেড়ে করণকে বিয়ে করলেন।

বিপাশা-করণের প্রেমকাহিনী এবং বিয়ে সবটাকেই যেন রূপকথার গল্পের মতো মনে হয়। সেই যে আমরা ছেলেবেলায় যেমন পড়তাম। রাজা তার রাণীকে ভালোবাসায় মুড়ে রেখেছেন, ঠিক তেমনই। বিপাশা জানিয়েছেন, করণের মতো আর কেউ তাকে এত ভালোবাসেনি। করণ তাকে ভালোসাবায় ভরিয়ে রেখেছেন। হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তারপর হিন্দুমতেই বিপাশাকে লাল সিঁদুরে রাঙিয়ে বিয়ে করেন। এরকম প্রচুর মুহূর্ত রয়েছে তাদের জীবনে। আর সে কারণে অন্যদের ছেয়ে করণই উত্তম। তাই করণকেই নিজের জীবন সঙ্গী হিসেবে বেঁচে নিয়েছেন বিপাশা বসু।
২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে