বুধবার, ২৫ মে, ২০১৬, ০৫:৫৬:১৫

বাপ-বেটির আলোড়ন সৃষ্টি করা নাচ

 বাপ-বেটির আলোড়ন সৃষ্টি করা নাচ

বিনোদন ডেস্ক : মেয়ের প্রতি মায়ের ভালোবাসা- এ কথা সবারই জানা।  সবকিছু মায়ের সাথেই শেয়ার করে মেয়ে।  কিন্তু বাবার প্রতি এ যেন অন্যরকম ভালোবাসা ছোট্ট মেয়ের।  

তবে ইদানীং ইন্টারনেটের কল্যাণে সে ভালোবাসা মাঝেমাঝেই চোখে পড়ে৷ সেই ভালোবাসা মনে করিয়ে দিল মার্কিন তারকা জাস্টিন টিম্বারলেকের ‘কান্ট স্টপ দ্য ফিলিং' গানের তালে তালে নেচে জশ রিন্ডার আর তার মেয়ে অড্রি৷

বাবা জশ রিন্ডারের বয়স ৩১ আর মেয়ে অড্রির বয়স ৬৷ ভিডিওতে দেখা যায়, অড্রি পরেছেন গোলাপি রংয়ের মিষ্টি এক পোশাক৷

তার বাবার প্যান্টেও রয়েছে গোলাপি রংয়ের আধিক্য৷ সঙ্গে সাদা পোলো শার্ট৷ টিম্বারলেকের গানের তালে তালে বাপ-বেটির নাচের মাঝে আবার ক্যামেরার একেবারে সামনেও চলে এসেছেন, বদল করেছেন স্থান।

বাপ-বেটির সেই ভিডিওকে কেউ কেউ রায় দিয়েছেন ‘সবচেয়ে কিউট' ভিডিও হিসেবে৷ ইউটিউবে এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে ৩০ লাখের বেশি বার৷

খোদ জাস্টিন টিম্বারলেকও ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন৷ টুইটারে জানিয়েছেন সেই কথা৷

জশ আর অড্রি এবারই যে প্রথম আলোচনায় এসেছেন এমন নয়, এর আগেও টেইলর সুইফটের ‘শেক ইট অফ' ভিডিও'র তালেও নেচেছেন তারা, যা ইউটিউবে এগারো মিলিয়ন বার প্রদর্শিত হয়েছে৷

২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে