বুধবার, ২৫ মে, ২০১৬, ০৬:০৬:১৯

ক্ষিপ্ত কাজল নিজেকে বললেন কাজের ঝি!

ক্ষিপ্ত কাজল নিজেকে বললেন কাজের ঝি!

বিনোদন ডেস্ক : কাজল দেবগণ যখন বলিউডে যখন জনপ্রিয়তার তুঙ্গে, ঠিক তখনই চলচ্চিত্র থেকে নিজেকে খানিকটা সরিয়ে নিয়েছেন। পাকা গৃহিণীর মতই তিনি সংসার, সন্তান আর স্বামীকে নিয়ে বেশ লক্ষ্মী মন্তর একটা বউয়ের ভূমিকা পালন করেছেন।

তবে মাঝে দু’তিনটি ছবি করলেও, সন্তান প্রতিপালনের জন্য গত ১০ বছরেরও বেশি সময় সিনেমায় মুখ দেখাননি তিনি। এই মুহূর্তে কাজল-অজয় দেবগণের মেয়ে নিসার বয়স ১৩ বছর। ছেলে যুগ ৫ বছরের। গতবছর রোহিত শেট্টির ছবি ‘দিলওয়ালে’-তে শাহরুখের বিপরীতে বলিউডে কামব্যাকও ঘটিয়েছেন।

কিন্তু, কাজল এখন এতটাই ক্ষিপ্ত যে রাগে চিড়চিড়িয়ে আছেন। সকালে চোখ খোলার পর থেকে রাতে ঘুমনোর আগে পর্যন্ত ছেলে ও মেয়ের পিছনেই সময় দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। মেয়ে কি ভুলল, ছেলের কোন কাজটা করা হয়নি। সব নিজের হাতে করেন কাজল। সিনেমার কাজ মাথায় ওঠার জোগাড়।

তারই মধ্যে মেয়ে ও ছেলের নাকি অভিযোগ, তারা যখন বাড়িতে থাকে কাজলকে দেখতেই পায় না। কাজল নিজের মুখে জানিয়েছেন, ‘একদিন তো ছেলে বাড়িতে ঢুকেই বলল আমি চাই যখন আমি বাড়িতে ঢুকব, তখন তুমি এভাবেই প্রতীক্ষায় থাকো, এটাই আমি চাই।’

কাজলের দাবি, ‘আসলে সন্তানরা তার মা-এর মধ্যে কাজের ঝি-এর ছবি দেখে, আর সেটাই মনে করে।’ তবে এমন একথা বলেই একপ্রস্থ হেসেও ফেলেছেন কাজল।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে