বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আজ বিয়ে করলেন। এর আগে গতকালই তিনি জানিয়েছিলেন আজ বিয়ে করতে যাচ্ছেন তিনি। এ খবর প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই হতবাক! কেউ কেউ ভেবেছিলেন, নেহাতই মজা করছেন তিনি। কিন্তু না। এটাই সিত্য। আর আজই বিয়ে হচ্ছে তার।
অনেকের মনেই প্রশ্ন ছিল, মাহির হবু বর কে? বিনা মূল্যেই লাখ টাকার এই প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা। বলেছেন, ‘ওর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসেছে। যুক্ত হয়েছে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায়।’
জানা গেছে, দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন হচ্ছে। আজ বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আক্দ অনুষ্ঠিত হবে। সকালের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় থাকবে একটি ছোট্ট আনুষ্ঠান।
আর সেই ঘােষণা অনুযায়ি নির্দিষ্ট সময়ের ঠিক এক ঘন্টা পরে হলেও ঢাকাই ছবির শেষ সফল এ নায়িকা এলেন নির্দিষ্ট গন্তব্যে। একেবারে অন্য সাজে। অন্য আবহে। ৮টা ২৫ মিনিটের দিকে কালো রঙা গাড়ি থেকে নামলেন টকটকা লাল জমিনে সোনালি পাড়ের শাড়ি পরে; একেবারে নববধূর সাজেই। রেস্টুরেন্টে সাউন্ড সিস্টেমে তখন বাজছিল বিখ্যাত বিসমিল্লাহ খাঁর সানাই।
সিলেটের পাত্র অপুর সঙ্গে হঠাৎ বিয়ের খবরে গেল ২৪ ঘন্টা মাহি ছিলেন বিনোদন মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই আলোচনায় ইতি টানতেই আজ বুধবার সন্ধ্যায় মিডিয়াকে ডাকলেন উত্তরার ভিনিভিডিভিসি রেস্টুরেন্ট-এ।
রেস্টুরেন্টে প্রবেশ করেই নির্দিষ্ট আসনে বসলেন মাহি। তখনও এসে পৌঁছাননি বর পারভেজ মাহমুদ অপু। খবর পাওয়া গেল তিনি জ্যামে আটকে আছেন। ততক্ষণ আর তর সইছিলো না ফটো সাংবাদিকদের। তাই শুরু হলো ক্যামেরা-ফ্ল্যাশের ঝলকানি।
কিন্তু এখানেই যত বিপত্তি বাধালেন নববধূ। মনে হচ্ছে লজ্জায় লাল হয়ে যাচ্ছেন তিনি। কিছুতেই মাথা তুলছেন না উপরের দিকে। কোনো ভাবেই তাকাচ্ছেন না ক্যামেরার দিকে! তখন অনেকেই তাকে মাথা তুলতে বললে তিনি বলছেন, লজ্জা লাগছে তাকাতে! অনেক অনুরোধের পর যাও একটু চোখ মেলে তাকালেন, পলকেই চোখে-মুখে আবারো লজ্জার লাল আভা ছড়িয়ে মাথা নিচু করে ফেললেন ঢালিউডের এই ‘অগ্নি কন্যা’।
অবশেষে রাত ৮টা ৪৫ এর দিকে হাজির হলেন বর পারভেজ মাহমুদ অপু। শুরু হলো মাহি-অপুকে নিয়ে ফটোসেশন আর প্রশ্ন-উত্তর পর্ব।
প্রশ্ন-উত্তর পর্বে অনেক কথাই বললেন মাহি। জানালেন তার সংসার ও সিনেমা পরিকল্পনার কথা। তবে তার আগে স্পষ্ট করলেন তার বিয়ে কেন্দ্রিক ধূম্রজাল বিষয়ে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘আমাদের গায়ে হলুদ হয়েছে মঙ্গলবার রাতে উত্তরার নিজ বাসায়। একই বাসায় আজ (বুধবার) দুপুরে আমাদের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। ফলে এ নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকা উচিত নয়।’
নিজের বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে খুউব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। এমন একজন মানুষই আমার জীবনে আমার পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন।’
মাহি জানান, ‘আসছে ২৪ জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে। তাহলে কী চলচ্চিত্রে অভিনয় করা ছেড়ে দিবেন আপনি? এমন প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, ‘চলচ্চিত্র আমার ভালোবাসা, ভালোলাগার জায়গা। যেহেতু বিয়ের পরা সিলেটেই থাকবো আমি, তাই বছরে দু’একটি চলচ্চিত্রে কাজ করবো। এর বেশি না। কারণ আমি আমার বর্তমান জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাচ্ছি।’
মাহি বলেন, ‘আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি।’
২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই